ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে বড় জয় পেয়েছে পর্তুগাল। পোলিশদের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে একবার লক্ষ্যভেদ করার পর বাইসাইকেল কিকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। চল্লিশের কাছাকাছি বয়সে এসেও এমন দুর্দান্ত গোল করে সাড়া ফেলে দিয়েছেন তিনি।এখনো দুর্দান্ত ফর্মে থাকলেও পর্তুগীজ মহাতারকার বয়স কিছুদিন পরই চল্লিশ হবে।
এ কারণে রোনালদো কবে অবসর নিবেন তা নিয়ে ভক্তদের মাঝেও আছে তুমুল আগ্রহ। তবে সিআরসেভেন নিজে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। এমনকি তেমন কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।ক্যারিয়ার সায়াহ্নে এসে কেবল খেলাটাকে উপভোগ করছেন তিনি।
রোনালদো বলেন, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা? যদি এটি হতেই হয়, এক বা দুই বছরের মধ্যে... আমি জানি না। দ্রুতই আমার বয়স ৪০ হবে... সত্যিই সময়টা উপভোগ করতে চাই। যতদিন তাগিদ থাকবে, ততদিন খেলব। যে দিন কোনো অনুপ্রেরণা পাব না, অবসর নিয়ে নেব।’ এদিকে ফুটবলারদের মধ্যে অনেকেই খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান।
দিদিয়ের দেশম, জিনেদিন জিদানরা দুর্দান্ত খেলোয়াড়ি জীবনের শেষে কোচ হিসেবেও সফলতা পেয়েছেন। রোনালদোকেও কি এ ভূমিকায় দেখা যাবে ভবিষ্যতে?কোচ হওয়ার সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না। আমার এমন কোনো পরিকল্পনাই নেই। ফুটবলের বাইরে ভিন্ন কোনো কিছুতে নিজের ভবিষ্যৎ খুঁজে নেব। সময়ই বলে দেবে ভবিষ্যতে আমি কী করব।
স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পুরস্...
স্পোর্টস ডেস্কঃ লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্...
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালোই লড়াই চলছে। নভেম্বর...
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাকি সবাই যখন ব্যর্...
স্পোর্টস ডেস্কঃ পার্টি গ্যালারিতে স্টাসি বালকম্বেবেশ প্রশ্ন করলেন, আপনাদের অধ...
মন্তব্য (০)