প্রতীকী ছবি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বড় বোনের সঙ্গে কানামাছি খেলার সময় বসতবাড়ির পাশে থাকা এক প্রতিবেশীর অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৬ বছরের শিশু আরিয়ান সরকারের।
মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে কফিল উদ্দিনের ভাড়া বাসার অরক্ষিত সেপটিক ট্যাংকিতে পড়ে নিহতের এ ঘটনা ঘটে। এ ঘটনার ১ মাস আগেও একই সেপটিক ট্যাংকে পড়ে আহত হয় ৭ বছরের শিশু হৃদয়।
নিহত আরিয়ান সরকার(৬) উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে এবং স্থানীয় এইচ এ কে কিন্ডারগার্ডেনের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত শিশুর বড় বোন পুতুল বলেন, আমি এবং আমার ভাই আরিয়ান মিলে কানামাছি খেলছিলাম।এসময় হঠাৎ করে আরিয়ানকে খোঁজে পাচ্ছিলাম না। এরপর মা'কে বিষয়টি জানালে মা খোঁজতে থাকে। পাশের বাড়ির খোলা সেফটি ট্যাংকিতে একটি জুতা ভাসতে দেখে আম্মু আশপাশের মানুষকে ডেকে আনে।
নিহত শিশুর মা আনোয়ারা খাতুন বলেন, আমার দুই ছেলেমেয়ে কানামাছি খেলছিলো। হঠাৎ করে আমার মেয়ে পুতুল ডেকে জানায় আমার শিশুপুত্র আরিয়ানকে খোঁজে পাচ্ছে না। এরপর আমি আশপাশে খোঁজতে থাকি। খোঁজতে খোঁজতে পাশের বাড়ির অরক্ষিত সেফটি ট্যাংকিতে আমার শিশুপুত্রের জুতা দেখতে পেয়ে আমার সন্দেহ হলে আশপাশের লোকজনকে ডেকে এনে একজনকে ছ সেফটি ট্যাংকিতে নামায়। এরপর সেফটি ট্যাংকির ভেতর থেকে আমার ছেলেকে মৃত অবস্থায় তুলে আনে।
নিহত শিশুর বাবা সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, গত একমাস আগেও হৃদয় নামের সাত বছরের এক শিশু পড়ে যায়। এরপর স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। আমরা একাধিকবার জানালেনও বাড়ির মালিক কফিল উদ্দিন অরক্ষিত সেফটি ট্যাংকির বিষয়ে পদক্ষেপ নেয়নি। আমি এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, শিশু মৃত্যুর খবর পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পানিতে ডুবে মো. জুবায়ের নামে ২ বছরের ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় সদ্যপ্রসূত এক নবজাতককে জিম্মি করে অর্থ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে মিরাজ (৭) ...
গোপালপুর প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিখোঁজের কয়েকঘন্টা পর শনিবার (১৪ ডিসেম্বর) দ...
মন্তব্য (০)