• খেলাধুলা

ম্যাচ শেষে মিরাজ দোষ দিলেন শিশিরের!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল আফগানিস্তানের বিপক্ষে হেরে সিরিজ খোঁয়াতে হয় বাংলাদেশের। এই ম্যাচে শুরুতেই টস জিতেছিলেন নাজমুল হাসান শান্তর অনুপুস্থিতিতে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এতে খুশিও হয়েছিলেন তিনি। তবে খুব একটা লাভ হয়নি পরে। ম্যাচ শেষে মিরাজ দোষ দিলেন শিশিরের।

প্রথম ম্যাচে ৯২ রানে আফগানিস্তান জেতার পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ; জয় পায় ৬৮ রানের। কিন্তু শেষ ম্যাচে আর পারেনি তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে। পরে অবশ্য জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ। রিয়াদের ৯৮ ও মিরাজের ৬৬ রানের ইনিংসে ২৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।  

এই রান তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। হাঁকান সেঞ্চুরিও। পরে আজমতউল্লাহ ওমরজাইয়ে অপরাজিত ৭০ রানের ইনিংসে ৫ উইকেটে জয় পেয়ে সিরিজ নিজেদের করে নেয় তারা। ম্যাচ শেষে মিরাজ কৃতিত্ব দিলেন এই দুই ব্যাটারকে। তবে উইকেটের আচরণ নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

মিরাজ বলেন, ‘গত দুই ম্যাচে আমরা দেখেছি, উইকেটে স্পিন ধরছিল (পরে), এজন্য আমরা ব্যাটিং নিয়েছি (টস জিতে)। তবে উইকেট পরেও ভালো ছিল, ভালোভাবেই ব্যাট করা যাচ্ছিল এবং শিশিরও পড়েছিল (রাতে)। বল ভালোভাবে ব্যাটে আসছিল। ’

আফগান ব্যাটারদের কৃতিত্ব দিয়ে মিরাজ আরও বলেন, ‘অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে, তারা ভালো খেলেছে, বিশেষ করে গুরবাজ ও ওমারজাই সত্যিই ভালো খেলেছে। মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি। উইকেট নিতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। ’

মন্তব্য (০)





image

আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন টাইগাররা

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পুরস্...

image

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বে...

স্পোর্টস ডেস্কঃ লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্...

image

টানা জয়ে বার্সার হারানো জায়গা দখল করেছে আতলেতিকো

স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালোই লড়াই চলছে। নভেম্বর...

image

স্টাম্পে লাথি মেরে ক্লাসেনের জরিমানা

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাকি সবাই যখন ব্যর্...

image

আমার কাজটাই হলো মারাঃ শামীম

স্পোর্টস ডেস্কঃ পার্টি গ্যালারিতে স্টাসি বালকম্বেবেশ প্রশ্ন করলেন, আপনাদের অধ...

  • company_logo