ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এবারের মৌসুমে রীতিমত উড়ছিল বার্সেলোনা। তবে কাতালান ক্লাবটির গতকাল হোঁচট খেয়েছে। মৌসুমে লিগে নিজেদের দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।ফ্লিকের অধীনে দুর্দান্ত ফর্মে ছিলেন রাফিনিয়া, রবার্ট লেভানডভস্কিরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেছিল কাতালান ক্লাবটি। তবে উড়তে থাকা বার্সাকে কাল হারের স্বাদ দিয়েছে রিয়াল সোসিয়েদাদ।
সান সেবাস্তিয়ানে সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচট ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের তৃতীয় হার এটি। এই হারে আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল কাতালান ক্লাবটি।
চলতি মৌসুমে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা গতকালের ম্যাচে ছিল একেবারেই বিবর্ণ। ফ্লিকের অধীনে গোল উৎসবই করছিল বার্সেলোনা। সব প্রতিযোগীতা মিলিয়ে ১৬ ম্যাচে ৫৫ গোল করেছিলেন রাফিনিয়ারা। তবে গতকালই প্রথম জালের দেখা পায়নি কাতালানরা। শুধু তাই নয়, ম্যাচের ৭০ শতাংশ সময় বিল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল কাতালানরা। তবে অধিকাংশ সময় বল দখলে রেখেও জালের দেখা মেলেনি রাফিনিয়াদের। এমনকি ১১টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি দলটি।
একবার অবশ্য লক্ষ্যভেদ করেছিলেন লেভানডভস্কি, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। এদিকে সোসিয়েদাদের বিপক্ষে এই ম্যাচে হারের পর রেফারি ভুল করেছেন বলে জানিয়েছেন কাতালানদের কোচ ফ্লিক। ম্যাচের ১৩তম মিনিটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দিয়েছিলেন লেভানডভস্কি। তবে ভিএআরে গোলটি বাতিল হয়।
বাতিল হওয়া এই গোল নিয়ে ফ্লিক বলেন, ‘আমি ছবিটি দেখেছি এবং সিদ্ধান্তটা ভুল ছিল। এটা বৈধ গোল ছিল। বাতিল করাটা পাগলামি হয়েছে। গোলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের রেফারিকে দোষ দেওয়া উচিত হবে না। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল হয়। আজকের ভুলটা বড় ছিল।’তবে রেফারির ভুলের কথা বললেও হারের জন্য নিজেদেরই দায়ী করেছেন ফ্লিক। তিনি বলেন, ‘এই হারের দায় আমাদের। আমরাই দায়ী। আমরা এর চেয়ে ভালো খেলতে পারি।’ এ সময় ইয়ামালকে মিস করার কথাও বলেছেন ফ্লিক, ‘আমরা এখন লামিনে ইয়ামালকে মিস করছি। আমি জানি না আন্তর্জাতিক বিরতির পর সে ঠিকঠাকভাবে ফিরে আসতে পারবে কি না।’
স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পুরস্...
স্পোর্টস ডেস্কঃ লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্...
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালোই লড়াই চলছে। নভেম্বর...
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাকি সবাই যখন ব্যর্...
স্পোর্টস ডেস্কঃ পার্টি গ্যালারিতে স্টাসি বালকম্বেবেশ প্রশ্ন করলেন, আপনাদের অধ...
মন্তব্য (০)