ছবিঃ সিএনআই
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সংষ্কারপূর্বক বৈষম্যহীন লোহাগাড়া প্রেসক্লাব’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর সকাল আনুমাণিক ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। নির্বাচনে ৭ পদের মধ্যে ৬ পদে নির্বাচন অনুষ্ঠিত হয় গোপন ব্যালটের মাধ্যমে। ক্রীড়া, সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দৈনিক সময়ের আলো প্রতিনিধি আরিফুল ইসলাম রিফাত।
নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২৪ জন। ভোট গৃহীত হয় ২১ টি। তন্মধ্যে ১ ব্যালেট পেপার বাতিল হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন উপজেলার দৈনিক পূর্বদেশ প্রতিনিধি এম.সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন মাই টিভি ও সিএনআই লোহাগাড়া প্রতিনিধি শাহজাদা মিনহাজ ও সাংগঠনিক সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন গ্লোবাল টেলিভিশন’র লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম, অর্থ সম্পাদক পদে ১৯ ভোটে নির্বাচিত হন মোজাহিদ হোছাইন সাগর, দপ্তর সম্পাদক পদে মোক্তার হোসেন ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন আলহাজ মোস্তফিজুর রহমান কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের। সহায়তায় ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক ও সুখছড়ি উচ্চ বিদ্যালয়’র সাবেক শিক্ষক মোবারক আলী, উপজেলা নির্বাহী অফিসার’র অফিস সহকারী জয়দেব। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইনামুল হাছান, থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান।
উপজেলা জামায়াত আমীর মাওলানা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমদ, আমিরাবাদ ইউনিয়ন জামায়াত’র নায়েবে আমীর কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপি’র বিশিষ্ঠ রাজনীতিক এ.টি.এম জাহেদ চৌধুরী, জেলা যুবদল নেতা আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল হাশেম।
উপজেলা যুবদলের আহবায়ক মেম্বার শব্বির আহমদ, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাহাব উদ্দীন, প্রজন্ম লোহাগাড়ার সদস্য সচিব মাস্টার ফারুক, মোঃ আমানুল হক, সাইফুর রহমান, নুরুচ্ছফা চৌধুরী,হেলাল উদ্দীন, আরিফুল্লাহ চৌধুরী ছাত্র প্রতিনিধি হোছাইন মাহমুদ তামিম মির্জা, জহির উদ্দীন, মোঃ হাসান, মোঃ সাকিব প্রমুখ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নবাগত উপজেলা নির্বা...
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ায় অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনর্গঠন করা...
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের উদ্যোগে অসহায় শীতার্ত ২ ...
মন্তব্য (০)