ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে অপহৃত শিশু ইব্রাহীম আলী (৭)কে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা ক্যাচাঁ পাড়া থেকে গত ৭ অক্টোবর ইব্রাহীম আলী (৭)নামের এক শিশুকে অপহরণ করা হয়। ঘটনার দিন সকালে অপহৃত শিশুর পিতা ময়নুল ইসলাম(৪১) তার শুকনো খাবার তৈরির কারখানায় আসেন। অপহৃত শিশুর পিতা কারখানার কাজে ব্যস্ত থাকায় তার ছেলে ইব্রাহিমকে বাড়িতে ফিরে যেতে বলেন। পরবর্তীতে শিশু ইব্রাহিমের পিতা জানতে পারেন ছেলে বাসায় ফিরে যাননি। ইব্রাহিমের পিতার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে কল করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তার ছেলেকে খুন করে গুম করার কথা জানান। ইব্রাহিমের পিতা আসামীর মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকা দিয়ে ছেলেকে ফেরত চান। কিন্তু বাকি টাকা না পেলে তার ছেলেকে ফেরত না দেওয়ার কথা জানানো হয়। পরে ইব্রাহিমের পিতা কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থানার এসআই মোঃ সাইফুল্লাহ অভিযান চালিয়ে ক্যাতার মোড় থেকে অপহৃত শিশু ইব্রাহিমকে উদ্ধার করেন এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ১ টি অটোরিক্সাসহ অভিযুক্ত শাহিন মিয়া(২৩)কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, অপহৃত শিশু ইব্রাহিমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পানিতে ডুবে মো. জুবায়ের নামে ২ বছরের ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় সদ্যপ্রসূত এক নবজাতককে জিম্মি করে অর্থ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে লাগা আগুনে দগ্ধ হয়ে মিরাজ (৭) ...
গোপালপুর প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিখোঁজের কয়েকঘন্টা পর শনিবার (১৪ ডিসেম্বর) দ...
মন্তব্য (০)