• সমগ্র বাংলা

ইসলামপুরে প্রভাতী প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ০৯ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:৩৮:৪৯

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 ইসলামপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: ফরিদুল হক খান দুলাল এমপি।  

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এস .এম. জামাল আব্দুন নাসের বাবুলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন এলজিইডি’র প্রভাতী প্রকল্পের পরিচালক আনিসুল ওহাব খান। এছাড়াও আলোচনায় অংশ নেন ছিলেন জামালপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) রোকনুজ্জামান খান।  উপস্থাপনায় ছিলেন ইসলামপুর উপজেলা প্রকৌশলী আমিনুল হক। 

ওয়ার্কশপে উপজেলা হাট বাজার ব্যবস্থাপনা কমিটি, বণিক সমিতি,  মহিলা ব্যবসায়ী এবং বাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

 

মন্তব্য ( ০)





  • company_logo