• তথ্য ও প্রযুক্তি

‘মিনি সোশ্যাল নেটওয়ার্ক’ ফেসবুক ব্যবহারকারীদের জন্য!

  • তথ্য ও প্রযুক্তি
  • ২৪ অক্টোবর, ২০২০ ১৭:১৮:২৮

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি নতুন ‘মিনি সোশ্যাল নেটওয়ার্ক’ নিয়ে আসতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে নতুন এই সোশ্যাল নেটওয়ার্কটির পরীক্ষামূলক ব্যবহারও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে নতুন সোশ্যাল মিডিয়া পরিচালনা করবে ফেসবুক। যেখানে একই এলাকার ব্যবহারকারীরা নিজেদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। নির্দিষ্ট এলাকার বাইরের কেউ যুক্ত হতে পারবেন না। এছাড়া নতুন এই সোশ্যাল মিডিয়ায় শুধু ওই এলাকারই বিজ্ঞাপন প্রদর্শন করবে ফেসবুক।

এ দিকে, ফেসবুকের এক মুখপাত্র নতুন সোশ্যাল মিডিয়া সম্পর্কে ব্লুমবার্গকে জানিয়েছে, স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরীক্ষামূলকভাবে ‘নেইবারহুডস’ শিরোনামে ফিচার চালু করেছি। নতুন এই নেটওয়ার্কের জন্য আলাদা প্রোফাইল তৈরি করতে হবে ব্যবহারকারীদের।

মন্তব্য ( ০)





  • company_logo