• প্রশাসন

পণ্যের মান নিশ্চিত করে ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে হবে: ডিসি অতুল সরকার

  • প্রশাসন
  • ১৪ অক্টোবর, ২০২০ ১৬:৩৬:৩৩

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পণ্যের মান নিশ্চিত করে ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তারা করোনার সময়ে পণ্য উৎপাদন ও সরবরাহে ভিন্ন মাত্রা এনেছে।  তিনি (১৪ অক্টোবর) বুধবার  পৃথিবী সুরক্ষায় মান স্লোগানের মধ্যে দিয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বকে আমাদের সুরক্ষা দিতে হবে। এজন্য আমাদের পন্যের মান সঠিক হতে হবে। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।  জেলা প্রশাসক উল্লেখ করেন, পণ্যের মান নির্ধারনের কাজ এগিয়ে চলছে। এ পর্যন্ত দেশে ৩ হাজার পণ্যের মান নির্ধারন করা হয়েছে।  জনাব অতুল সরকার বলেন, পণ্যের মান নির্নয়ে মাননীয় প্রধানমন্ত্রী আইন করে দিয়েছেন। নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে হবে। তাদের ঋণের ব্যবস্থা করতে হবে। এসবই হচ্ছে আমাদের কাজ।

প্রাতিষ্ঠানিকভাবে দেশ অনেক এগিয়েছে। আমাদের নিজেদের দায়িত্বের প্রতি সচেতন হতে হবে। সেবার মনোভাব বাড়াতে হবে। জেলা প্রশাসক গুরুত্বসহকারে বলেন, সোনার মানুষ হওয়াটা আমাদের খুব জরুরী। প্রাতিষ্ঠানিকভাবে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়েছি; এখন এর সাথে সাথে আমাদের সেবার মানেও সর্বোচ্চ পর্যন্ত এগুতে হবে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আজিজ পাইপসের কিউসি অফিসার মোঃ আমীর হোসেন, ওয়েসিস বেকারীর স্বত্ত্বাধিকারী রিফাত ইসলাম প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক নিজ কার্যালয় চত্ত্বরে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

 

 

মন্তব্য ( ০)





  • company_logo