• প্রশাসন

কুড়িগ্রামের বিভিন্ন মার্কেট পরিদর্শনে পুলিশ সুপার 

  • প্রশাসন
  • ০৬ এপ্রিল, ২০২৪ ২১:০৯:১৭

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতরে ইথিক্যাল বিজনেস এনভায়রনমেন্ট নিশ্চিত করতে কুড়িগ্রামের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম।

পুলিশ জানায়, ক্রেতারা যাতে নির্বিঘ্নে শপিং করতে পারে সেজন্য প্রতিদিন প্রায় শতাধিক পুলিশের সমন্বয়ে নেয়া হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। নিরাপদ আর্থিক লেনদেনের জন্য পুলিশ ও বিভিন্ন অংশীজনের শতাধিক সিসিটিভি মিনিটরিং সার্বক্ষনিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ। 

অটো ও বাইকসহ চুরি ছিনতাই রোধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সাদা পোষাকের পুলিশও তত্ত্বাবধান করছে পরিস্থিতি।

পরিদর্শনকালে আর্থিক লেনদেন, সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপণ ও মার্কেট পরিস্কার পরিচ্ছন্নতা সংক্রান্তে বিভিন্ন বনিক সমিতির নেতৃবৃন্দকে পুলিশের পক্ষে কিছু সিকিউরিটি নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo