• সমগ্র বাংলা

আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা
  • ৩০ মার্চ, ২০২৪ ১৬:২১:৪২

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আজ শনিবার সকালে শয়ন কক্ষে ঝুলন্ত অবস্হায় বিশ্বনাথ টুডু নামে একজন বৃদ্ধ আদিবাসীর লাশ উদ্ধার করেছে স্হানীয়  থানা পুলিশ। লাশের শরিরে পচনের ধরন দেখে কয়েকদিন আগেই আত্বহত্যা জনিত মৃত্যু বলে ধারনা করছেন তারা। বিশ্বনাথ টুডু (৮০) ঘোড়াঘাটের  সিংড়া ইউনিয়নের কোশিগাড়ি গ্রামের মৃত রায়া টুডুর ছেলে।

ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ  জানান, সাংসারিক অশান্তির কারনে স্বামী এবং মেয়ে সন্তানকে ছেড়ে প্রায় ১০ বছর আগে ঘর ছেড়েছিল বিশ্বনাথের স্ত্রী।  পরে মেয়েকে বিয়ে দিয়ে একলা জীবন যাপন করতো সে। মনোকষ্টু তুর করতে ঘরে তৈরি চোলাই মদ চুয়ানীতে বুদ হয়ে থাকতো সে।

একাকীত্ব জীবন যাপনে অতিষ্ঠ হয়ে শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্বহনন করেছে বিশ্বনাথ। আজ সকালে খবর পেয়ে লাশ উদ্ধারের সময় শরিরে পচন ধরার লক্ষন চোকে পড়েছে। ধারনা করা হচ্ছে দুই তিনদিন আগে আত্বহত্যা করেছে সে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। আত্বীয় স্বজনদের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo