• সমগ্র বাংলা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩

  • সমগ্র বাংলা
  • ৩০ মার্চ, ২০২৪ ১৩:৪৫:৪০

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৬ জন। শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধু শিকদার (৫৫), পুষ্পা রানি দে(৪৫) ও নিরুপমা রানি দে (৫০)। তাদের সবার বাড়ি যশোরের বাঘাড়পাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে। আহতদের মাগুরা সদর হাসপাতাল ও বাঘারপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মাগুরা খামারপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠান দেখে বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টার দিকে একটি সিএনজিযোগে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।

পথিমধ্যে শালিখা উপজেলার ছয়ঘড়িয়া হাজাম বাড়ির মোড়ে পৌঁছালে রাস্তার পাশে থাকা মাটির ডিবিতে ধাক্কা দিলে মাহিন্দ্রাটি উল্টে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি বাস এর সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত হন নিরুপমা ও পুষ্পা রানী এবং আহত অবস্থায় মধু শিকদারকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিতে ড্রাইভারসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ থেকে ৬ জন নারী।

মন্তব্য ( ০)





  • company_logo