• সমগ্র বাংলা

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • সমগ্র বাংলা
  • ০৮ মার্চ, ২০২৪ ১৮:৪৭:১২

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক  নারী দিবস ।

ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে  শুক্রবার এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের ‌জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে একটি বণার্ঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর  কবি জসীমউদ্দীন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নারীর সার্বিক ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণের মধ্যে দিয়ে সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ। সম্মানিত অতিথি ছিলেন  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান৷  

এছাড়া  জেলা অতিরিক্ত পুলিশ সুপার  শৈলেন চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির , জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত তানিয়া সহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo