• আন্তর্জাতিক
  • লিড নিউজ

জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

  • আন্তর্জাতিক
  • লিড নিউজ
  • ২৯ জানুয়ারী, ২০২৪ ১০:৩৩:৩১

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। গতবছর ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ওই অঞ্চলে কোনো হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটলো।ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে রোববার এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে বলা হয়, সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে একটি ড্রোন হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এখনো এ হামলা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারপরও আমরা জানি, সিরিয়া ও ইরাকে কার্যক্রম পরিচালনাকারী ইরান-সমর্থিত মৌলবাদী জঙ্গিগোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।

এই হামলার পেছনে জড়িতদের সময়মতো জবাবদিহির আওতায় আনা হবে। হামলায় হতাহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।বার্তাসংস্থা এপির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানে প্রায় তিন হাজার মার্কিন সেনা রয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর মার্কিন সেনাদের লক্ষ্য করে এটিই প্রথম হামলা।

মন্তব্য ( ০)





  • company_logo