• জাতীয়

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ২

  • জাতীয়
  • ২৬ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩৩:২৩

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক ও সিএনজির সংঘর্ষে বৃদ্ধ ও শিশুসহ দুইজন নি'হ'ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতি  চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। নি'হ'ত'রা হলেন- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালখোলের হিরামুন (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ির আব্দুল্লাহ্ (১৩)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভূঞাপুর উপজেলার মিন্টুর মিয়ার স্ত্রীকে এবং কালিহাতীর সয়া পালিমার মোতালেবের ছেলে রবিউলকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগরদিঘী পরিবহনের একটি বাস এলেঙ্গা হতে আসার পথে এবং এলেঙ্গামুখী একটি বালু ভর্তি ট্রাক সিএনজিকে ওভারটেক করতে গেলে বাস ট্রাক-মুখোমুখি সংঘর্ষ হয় এবং সিএনজি’র উপরে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক হিরামুন ও আব্দুল্লাহকে 'মৃ'ত ঘোষণা করে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নীল মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে একটি ট্রাককে সিএনজি ওভার ওভারটেক করতে গেলে ট্রাকটি উল্টে গিয়ে বাস-ট্রাক-সিএনজি সংঘর্ষ হয়। এতে এক বৃদ্ধ ও শিশু 'নি'হ'ত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। 

মন্তব্য ( ০)





  • company_logo