• প্রশাসন

কুড়িগ্রামে উঠতি বয়সের যুবকদের রাত্রিকালীন আড্ডা বন্ধে পুলিশের অভিযান

  • প্রশাসন
  • ১৩ নভেম্বর, ২০২৩ ১১:৩৭:২৮

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে উঠতি বয়সের যুবকদের রাত্রিকালীন নেতিবাচক আড্ডা, নেশাসংঘ ও মোবাইল আসক্তি বন্ধে জেলা পুলিশের সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। কুড়িগ্রাম জেলার সকল থানায় পুলিশের নেতৃত্বে সংশ্লিষ্ঠ উপজেলা সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসার সহ অন্যান্যদের নিয়ে সান্ধ্যকালীন সম্মিলিত প্রিভেনটিভ টহল পরিচালনা করা হয়।

এসময় এলাকার বিভিন্ন স্কুল মাঠে, মোড়ে, ফাঁকা মাঠে, পার্কে, স্টেশনে, চায়ের দোকানে উঠতি বয়সের কিশোর-কিশোরীদের রাত্রিকালীন ঘোরাফেরা, মাদক, জুয়া, উগ্রবাদ, গ্যাংকালচার অনলাইন আসক্তি, পর্নোগ্রাফি, সাইবার ক্রাইম বন্ধ করার লক্ষ্যে সচেনতামূলক অভিযান পরিচালনার সময় তাদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সমাজের সন্মানিত নাগরিক ও পিতামাতাকে  অনুরোধ করেন। শিশু-কিশোরদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকল্পে প্রাথমিকভাবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের পরিবর্তে বিকল্প পন্থায় এই উদ্দ্যোগ অব্যাহত থাকবে। 

অভিযান পরিচালনাকালীন কুড়িগ্রাম সদর, উলিপুর, রাজারহাট, ঢুষমারা, ফুলবাড়ীর প্রায় ৩০ জন শিক্ষার্থীকে আটক করে তাদের পিতামাতার মাধ্যমে বাসায় পাঠিয়ে দেন। 

মন্তব্য ( ০)





  • company_logo