• সমগ্র বাংলা
  • লিড নিউজ

সাতকানিয়া ঢেমশা কৃষি সমবায় সমিতি পক্ষ থেকে ১৫ই আগস্টের শোক দিবস পালন

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৫ আগস্ট, ২০২১ ১৬:৪১:৫০

ছবিঃ সিএনআই

রমজান আলী সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান নিয়ে দক্ষিণ চট্টগ্রামে সাতকানিয়া উপজেলায় ঢেমশা কৃষি সমবায় সমিতি পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ও সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় শনিবার সকাল ১২টার দিকে উত্তর ঢেমশা চৌধুরীহাট সমিতি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,ঢেমশা কৃষি সমবায় সমিতি লিমিটেড সভাপতি মাওলনা ডাং নজির আহমদ,সহ-সভাপতি ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রনদী দাশ, কৃষি সম্পাদক মহিউদ্দিন, প্রচার সম্পাদক আবু তাহের,সহ আরো উপস্থিত ছিলেন, অত্র কমিটির সদস্য বৃন্দ। এসময় প্রায় ২৪ জন কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করেন। এবং প্রায় একশত জনের মাঝে মাস্ক বিতরণ করেন।

এসময় সভাপতি বলেন,বাঙালি জাতির জীবনে একটি শোকবাহ দিন ১৫ আগস্ট। বঙ্গবন্ধু একটি জাতিকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র উপহার দিয়েছিলেন তার জীবনকে বিসর্জন দিয়ে, স্বাধীন বাংলাদেশের সূর্য অস্তমিত করার জন্য ৭১ এর পরাজিত শক্তি ও এদেশী ঘাতক দালালদের ষড়যন্ত্রে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকান্ড টি ঘটায়। তারা ভেবে ছিলো বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে স্বাধীন বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, কিন্তু আল্লাহ রহমতে ১৫ আগস্টে বেঁচে যাওয়া তার বড় সন্তান শেখ হাসিনা শক্ত হাতে দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি আধুনিক ও সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন। তবে বর্তমান কৃষকদের কে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যৎ তে এই সমিতি মাধ্যমে আমরা যারা কৃষক আছি,সবাই সরকারে পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাব। আলোচনার শেষে কোরআন তেলায়াত করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য ( ০)





  • company_logo