• প্রশাসন

চাটমোহর উপজেলা প্রশাসনের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

  • প্রশাসন
  • ০৫ এপ্রিল, ২০২১ ১৩:০২:২৬

ছবিঃ সিএনআই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৪ এপ্রিল) সকালে সকল ইউনিয়ন পরিষদ ও মসজিদে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে ৩৩ হাজার মাস্ক ও ২২০টি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়।

এছাড়া উপজেলার ১৫৪টি মসজিদের প্রত্যেকটিতে ২টি করে বড় হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম রবিবার তাঁর দপ্তরে প্রত্যেক ইউপি চেয়ারম্যানের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা প্রশাসনের সহায়তায় চাটমোহর প্রেসক্লাব ১ হাজার মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে। বিভিন্ন সামাজিক সংগঠণও সাধারণ মানুষের মধ্যে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করছে।

মন্তব্য ( ০)





  • company_logo