ছবিঃ সংগৃহীত
তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা নতুন নয়, বিশেষ করে যখন গুগল ফটোসের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বারবার ছবি বা ভিডিও ব্যাকআপ নিতে থাকে। এতে অনেকেই দেখেন যে, ব্যাটারি দ্রুত কমে যাচ্ছে। এবার এই সমস্যার সমাধানে নতুন ফিচার নিয়ে আসছে গুগল। সম্প্রতি গুগল ফটোসের একটি পরীক্ষামূলক সংস্করণে “অপ্টিমাইজ ব্যাকআপ ফর ব্যাটারি লাইফ” নামে একটি নতুন সেটিং যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ফিচারটি চালু হলে ব্যাটারির সাশ্রয়ী উপায়ে ব্যাকআপ নেওয়া যাবে।
নতুন ফিচারটি কীভাবে কাজ করবে:
অর্থাৎ, ছবি তোলার পর সঙ্গে সঙ্গে ক্লাউডে আপলোড না হলেও পরে ব্যাটারি খরচ কমিয়ে সুযোগ মতো ব্যাকআপ হবে।
ফিচারের ফলে কী পরিবর্তন হতে পারে:
এখন পর্যন্ত গুগল ফটোসের ব্যাকআপ সেটিং শুধুমাত্র ডেটা ব্যবহারের উপর নির্ভরশীল ছিল—যেমন ওয়াই-ফাই বা মোবাইল ডেটা। কিন্তু ব্যাটারি সাশ্রয়ের জন্য আলাদা কোনো অপশন ছিল না। নতুন এই ফিচারটি সেই ঘাটতি পূরণ করতে পারে। তবে এখনও ফিচারটি পরীক্ষামূলক অবস্থায় আছে, এবং গুগল আনুষ্ঠানিকভাবে জানায়নি কবে এটি সবার জন্য উন্মুক্ত হবে। তবে পরীক্ষামূলক সংস্করণে এর উপস্থিতি দেখাচ্ছে যে এটি শিগগিরই ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে।
সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
তথ্য প্রযুক্তি ডেস্ক : গুগল তার ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে কৃত্রিম বুদ্ধি...
তথ্য প্রযুক্তি ডেস্ক : কমিউনিটি গাইডলাইন ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের তৃতীয়...
তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাপলের নতুন অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ আগামী সেপ্টেম...
তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম এক্স সমালোচনার মুখে তাদের ক...
তথ্য প্রযুক্তি ডেস্ক : রাতে ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোনটি চার্জে লাগিয়ে...

মন্তব্য (০)