• লিড নিউজ
  • জাতীয়

দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবমুখী গবেষণার কোনো বিকল্প নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবমুখী গবেষণার কোনো বিকল্প নেই। তিনি বলেন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বহু দেশ গবেষণা ও উন্নয়ন খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার মাধ্যমেই আজ উন্নতির শিখরে পৌঁছেছে।

‎শনিবার ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি(নেপ) আয়োজিত ‘ওয়ার্কশপ অন রিসার্চ মেথডোলজি ফর নেপ ফ্যাকাল্টিজ অ্যান্ড ফিল্ড লেভেল রিসার্চার্স’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

‎প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের দেশে বিজ্ঞান দীর্ঘদিন ধরে কেবল সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে, বাস্তব প্রয়োগের ক্ষেত্রে তা যথাযথ গুরুত্ব পায়নি। ঔপনিবেশিক আমল থেকেই বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যেতে পারেনি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গবেষণাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে।

‎শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হলো- শিক্ষার্থীদের যথাযথভাবে শিক্ষিত করে তোলা। এই লক্ষ্য অর্জনে গবেষণাকে শিক্ষা ব্যবস্থার উন্নয়নমুখী ও সমস্যা সমাধানভিত্তিক হতে হবে। গবেষণার বিষয় নির্বাচনের ক্ষেত্রে বাস্তব সমস্যাকে প্রাধান্য দেওয়ার এবং তা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।

‎জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।এসময় প্রশিক্ষণার্থী ও একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গত তিন নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি, জানালেন প্রে...

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে...

image

‘২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে হাসিনার প্...

নিউজ ডেস্ক : ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ টেনে দু...

image

‎আইপিএল ইস্যুতে বাংলাদেশ-ভারতের বাণিজ্যে প্রভাব পড়বে না: ...

নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা ইস্যুতে ব...

image

নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা ...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম ...

image

‎ক্যাশলেস সোসাইটি হলে দেড় থেকে দুই লাখ কোটি টাকা রাজস্ব আ...

নিউজ ডেস্কঃ ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে বছরে দেশে দে...

  • company_logo