• লাইফস্টাইল

৪০ পেরোনোর পর নারীরা কিডনি রোগে বেশি ভোগেন, কিন্তু কেন?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাতে বারবার প্রস্রাবের বেগ, অতিরিক্ত ক্লান্তি, ক্ষুধা কম লাগা, বমি ভাব ও রক্তচাপের ওঠানামা।— এসব লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে। কিডনির রোগ চুপিসারেই আসে। লক্ষণ বুঝতে বুঝতে সময় পেরিয়ে যায়। আর সে জন্য নারীরাই বেশি ভুক্তভোগী— এমনটাই দাবি করা হয়েছে একাধিক সমীক্ষায়।

সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড কিডনি ডিজিজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ দেশে নারীরা কিডনির রোগে বেশি ভুগে থাকেন। বয়স ৪০ পেরিয়ে গেলে ঝুঁকি বাড়ে বেশি। এর অন্যতম বড় কারণ হলো— কমবেশি প্রায় সব নারীই নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট উদাসীন। তার ওপর সচেতনতার অভাবে উপসর্গ এড়িয়ে যান অনেকেই। তবে একটু সতর্ক থাকলেই কিডনির ক্রনিক অসুখ প্রতিরোধ করা সম্ভব।

বেশিরভাগ নারী কমবেশি নিজেদের স্বাস্থ্যের বিষয়ে উদাসীন। আর এতে কিডনির রোগ ধীরে ধীরে শরীরে প্রভাব ফেলে। পা ফুলে যাওয়া, অস্বাভাবিক ক্লান্তি কিংবা ক্ষুধামন্দার মতো উপসর্গ অনেক সময়ই অবহেলিত থেকে যায়। ফলে রোগ ধরা পড়তে দেরি হয়। গবেষণায় দেখা গেছে, ৪০ বছরের পর নারীর মধ্যে কিডনি রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সচেতনতা ও সময়মতো চিকিৎসা করানোই কিডনি সুস্থ রাখার একমাত্র বড় চাবিকাঠি।

আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড কিডনি ডিজিজে প্রতিবেদন সূত্রে জানা গেছে, বয়স ৪০ পেরোনোর পর নারীর কিডনি রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। এর অন্যতম কারণ হচ্ছে— নিজেদের স্বাস্থ্যকে উপসর্গ উপেক্ষা করা। তবে সচেতন হলে অনেক ক্ষেত্রেই কিডনির দীর্ঘমেয়াদি রোগপ্রতিরোধ করা সম্ভব।

শারীরিক সমস্যার পাশাপাশি আর্থ-সামাজিক কারণেও নারীরা কিডনি রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের বড় কারণ। অনেক সময় এসব রোগ আছে কিনা, তা রোগী নিজেই জানেন না। ধরা পড়ার সময় কিডনিসহ শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি শুরু হয়ে যায়। এ ছাড়া অসুস্থ না হলে অনেক নারী চিকিৎসকের কাছে যেতে চান না— এ কারণেও ঝুঁকি বেড়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক, যে পাঁচ কারণে কিডনি বিকল হতে পারে—

১. কম পানি পান

শীতকালে অনেকেই পানি খেতে চান না। ঠান্ডার ভয়ে পানি কম খান। এই শীতে পানি কম খাওয়ার কারণে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন। আবার বাড়ির কাজ কিংবা বাইরে যাতায়াতের সময় শৌচাগার ব্যবহারের অসুবিধার কথা ভেবে অনেক নারী পানি কম পান করেন। এভাবে দীর্ঘদিন শরীরে পানির ঘাটতি থাকলে কিডনি ঠিকভাবে টক্সিন বের করতে পারে না। ফলে সংক্রমণ ও কিডনিতে পাথর জমার ঝুঁকি বেড়ে যায়।

২. ব্যথানাশক ওষুধ খাওয়া

চল্লিশের পর হরমোনজনিত কারণে হাঁটু ও কোমরের ব্যথা বেড়ে যায়। আবার ব্যথা হলেই নিয়মিত ব্যথানাশক ওষুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলেছেন। এতে আপনার জীবন ঝুঁকিতে ফেলছেন। আপনার কিডনির জন্য মারাত্মক ক্ষতি করছেন। এসব ওষুধ কিডনিতে রক্ত চলাচল কমিয়ে দেয়।

৩. প্রস্রাব ধরে রাখা

দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখলে মূত্রথলি দুর্বল হয়ে পড়ে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে। অনেক নারী পাবলিক টয়লেট ব্যবহার এড়িয়ে চলেন। এতে মূত্রনালির সংক্রমণ দ্রুত কিডনিতে ছড়িয়ে পড়তে পারে।

৪. চিনি ও মিষ্টিজাতীয় খাবার

আপনি চিনি ও মিষ্টিজাতীয় খাবার বেশি খেয়ে থাকেন। এতে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আর রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনির কোষ ধীরে ধীরে নষ্ট হতে থাকে।

৫. কাঁচা লবণ

অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে তোলে। আর উচ্চ রক্তচাপ কিডনির সূক্ষ্ম রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত করে থাকে। এতে দ্রুতই কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে।

যেভাবে কিডনির সমস্যা দূর করে সুস্থ রাখবেন—

  • ১. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হন। কী পরিমাণে পানি পান করলে আপনার কিডনি সুস্থ থাকবে, তা জেনে নিন।
  • ২. মিষ্টিজাতীয় খাবার, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন।
  • ৩. প্রতিদিন অন্তত ২০ মিনিট শরীরচর্চা করুন। এতে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে।
  • ৪. রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। অনেক নারীই অফিসের কাজ কিংবা সংসারের অতিরিক্ত দায়দায়িত্ব সামলাতে গিয়ে রাতে প্রয়োজনের তুলনায় কম ঘুমান। দীর্ঘদিন ঘুমের অভাব হলে শরীর ঠিকভাবে বিশ্রাম পায় না। ফলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে। ফলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।
  • ৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তাদের বছরে অন্তত একবার ইউরিন টেস্ট, ইউরিয়া, ক্রিয়েটিনিন ও অ্যালবুমিন পরীক্ষা করানো উচিত।

মন্তব্য (০)





image

শীতে শিশুদের ত্বক কেন দ্রুত শুষ্ক হয়ে যায়?

নিউজ ডেস্ক : শীতকাল এলেই তাপমাত্রা কমে যায়, বাতাসে আর্দ্রতা হ্রাস পায় এব...

image

শুধু পাতিলেবু নয়, আপনার শরীরে হ্যাংওভার কাটাবে যে ৩ ফল

নিউজ ডেস্ক : অতিরিক্ত মদপান আপনার শরীরের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যের ওপ...

image

অবৈধ ফোন বন্ধে চালু হলো এনইআইআর

তথ্য প্রযুক্তি ডেস্ক : দেশে অবৈধ ও আনঅফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্...

image

শীতকালে মাইগ্রেন থেকে রেহাই পেতে যা করবেন

নিউজ ডেস্ক : শীতকালে মাথাব্যথা অনেকেরই নিত্যসঙ্গী। কারণ শীতে মাইগ্রেনের ...

image

শীত আসতেই হাড়ে ব্যথা, যন্ত্রনা থেকে মুক্তির ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক : ষড়ঋতুর বাংলাদেশে হেমন্তকালের স্নিগ্ধতা আর প্রাচুর্যের শেষ হ...

  • company_logo