• অর্থনীতি

‎মোংলা বন্দরে ১৪৬ দিনে নোঙর করেছে ৩২৪ বিদেশি জাহাজ

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ১৪৬ দিনে ৩২৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এতে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে।

‎মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) তথ্য অনুসারে, মোট জাহাজের মধ্যে ৪১টি জাহাজ ১৩ হাজার ৮৫৪টি টিইইউ কনটেইনার বহন করেছে। এর মধ্যে ২৬টি জাহাজ বিভিন্ন ব্র্যান্ডের ৪ হাজার ১৩৯টি গাড়ি আমদানি করেছে। এসব জাহাজে গত ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বন্দরে মোট ৪৪ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে।

‎মোংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ মাকরুজ্জামান বলেন, চলতি অর্থ বছরে সার, ক্লিংকার, এলপিজি, কয়লা এবং পাথর বহনকারী ৩২৪টি বিদেশি জাহাজ বন্দরের জেটি এবং স্থায়ী নোঙ্গরস্থলে নোঙর করে। হারবাড়িয়া, বেস ক্রিক, সুন্দরী কোটা এবং মুরিং বয়াতে জাহাজগুলোর অবস্থান ছিল।

‎তিনি আরও বলেন, বন্দর দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, সার, অটোমোবাইল যন্ত্রপাতি, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ এবং এলপিজি। অন্যদিকে রপ্তানির মধ্যে রয়েছে মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, সিল্কের কাপড় এবং অন্যান্য সাধারণ পণ্য।

‎মুহাম্মদ মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। কারণ আমদানিকারকরা এই সুবিধা ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন। বর্তমান অন্তর্বতীকালীন সরকারের গৃহীত বেশ কয়েকটি পদক্ষেপ মোংলা বন্দরে জাহাজ আগমন বৃদ্ধিতে অবদান রেখেছে।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায়

নিউজ ডেস্ক : মার্কিন ফেডারেল রিজার্ভের কোয়ার্টার-পয়েন্ট সুদের হার কমানোর...

image

তৈরি পোশাক খাতে নারী নেতৃত্বের অগ্রগতিতে অংশীজনদের আহবান

নিউজ ডেস্ক : তৈরি পোশাক খাতে নারীর নেতৃত্ব ও সমতা জোরদারে ঢাকায় শি লিডস ...

image

৬ দিনে প্রবাসীরা পাঠালেন ৭ হাজার কোটি টাকারও বেশি রেমিট্য...

নিউজ ডেস্ক : চলতি মাস ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্য...

image

‘আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি’

নিউজ ডেস্ক : আমরা ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়েছি—এ সত্য স্...

image

‎রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা ...

  • company_logo