• তথ্য ও প্রযুক্তি

ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে ‘নতুন সুবিধা’ আনল হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইউজারদের ডেটা সুরক্ষায় আরও একটি নতুন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং এই অ্যাপটি চ্যাট ব্যাকআপকে আরও নিরাপদ এবং সহজ করার জন্য নতুন ‘পাসকি এনক্রিপশন সিস্টেম’ যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের বায়োমেট্রিক অথেনটিকেশন যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করে ব্যাকআপ সুরক্ষিত করতে সহায়তা করবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এই নতুন পাসকি এনক্রিপশন ফিচার আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্যই আনা হচ্ছে। এর মাধ্যমে আর দীর্ঘ ৬৪ অঙ্কের পাসওয়ার্ড মনে রাখতে হবে না, বরং ব্যবহারকারীরা তাদের ফোনে থাকা বায়োমেট্রিক সুবিধা ব্যবহার করে দ্রুত এবং নিরাপদে চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ প্রথমবারের মতো চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছিল। তবে সে সময় ব্যবহারকারীদের একটি পাসওয়ার্ড তৈরি করতে অথবা ৬৪ অঙ্কের একটি এনক্রিপশন কী সংরক্ষণ করতে হতো, যা ফোন হারানো বা নতুন ফোনে ডেটা স্থানান্তরের সময় সমস্যা তৈরি করেছিল। নতুন পাসকি সিস্টেম এবার সেই জটিলতা দূর করে দিয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি সক্রিয় করতে ‘চ্যাট’ মেনু থেকে ‘চ্যাট ব্যাকআপ’ অপশনে গিয়ে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ’ অপশনটি এনেবল করতে হবে। এরপর ব্যাকআপ ডেটা কেবল ব্যবহারকারীর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।

এই নতুন পাসকি এনক্রিপশন সুবিধার ফলে, ব্যাকআপ করা চ্যাট হিস্টোরি, ছবি, ভিডিও, বা ভয়েস নোট হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ বা আইক্লাউডে কোনো তৃতীয় পক্ষ দেখতে পারবে না। সবকিছু থাকবে কেবল ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।

 

মন্তব্য (০)





image

‎এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটিতে একসাথে অনার ও বিও...

নিউজ ডেস্কঃ বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিদ্যুচ্চালিত গাড়ি নির্...

image

স্টোরেজ সমস্যার সমাধান করবে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্য...

image

ফ্যান ও এসি একসঙ্গে চালানো কি ঠিক?

তথ্য প্রযুক্তি ডেস্ক : বেশিরভাগ সময় ফ্যান ও এসি একসঙ্গে চালানোয় ব্যবহারক...

image

ফেসবুক রিলস থেকে আয় করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে ফেসবুকের জনপ্রিয়তা। এর অন্যতম...

image

আইফোনের ৫ লুকানো ফিচার জেনে নিন

তথ্য প্রযুক্তি ডেস্ক : আপনার আইফোনে অনেক দরকারি ফিচার রয়েছে, যা আপনি জান...

  • company_logo