• রাজনীতি

গণভোট কবে হবে, সরকার জানিয়ে দিক: এবি পার্টি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের মানুষ এখন শান্তি ও ঐকমত্য চায়; কিন্তু সীমান্তের ওপারের চাওয়া হলো বিভেদ, সংঘাত ও বিভক্তি। তিনি বলেন, গণভোট আয়োজনের বিষয়ে জাতীয় ঐকমত্য দেখা গেলেও তা কবে হবে—জাতীয় নির্বাচনের আগে, নাকি একই দিনে—এ নিয়ে স্পষ্ট দ্বিধা-বিভক্তি রয়েছে। এ অবস্থায় সরকারের উচিত হবে সব পক্ষের মতামত শুনে গণভোটের সময়সূচি ঘোষণা করা।

বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি-জামায়াত ও এনসিপি—এই তিন দলের ইগো সমস্যা এখন জাতীয় ঐক্যের প্রধান অন্তরায়। সরকার এ তিন দলকে নিজেদের অংশ মনে করে নিউইয়র্ক সফরে সঙ্গে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় এবং কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে—তা কি ‘সংবিধান আদেশ’, ‘অধ্যাদেশ’ নাকি ‘জুলাই সনদ আদেশ’ নামে জারি হবে—এ নিয়েও বিতর্ক চলছে। এসব বিতর্ক দেখে মনে হচ্ছে, কেউ কেউ পরোক্ষভাবে সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেন, চূড়ান্তভাবে ঐকমত্য না হলে সরকার বা ঐকমত্য কমিশনের উচিত হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করা।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, জুলাই সনদের প্রত্যেকটি বিষয়ে যেহেতু সব দলের মধ্যে ঐকমত্য হয়নি, তাই গণভোটের মাধ্যমে জনরায়ই হবে চূড়ান্ত। গণভোট পাশ হলে নোট অব ডিসেন্ট দেওয়া দলগুলোর অবস্থান জনগণের রায়ে প্রত্যাখ্যাত হবে। জনগণ জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই চায়—এই প্রত্যাশা থেকেই গণভোট সফল হবে।

 

মন্তব্য (০)





image

কিছু প্রতিষ্ঠান দাবি আদায়ে রাস্তায় নেমেছে, উদ্দেশ্য ভালো...

ঠাকুরগাঁও প্রতিনিধি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনা...

image

‎দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ সব দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব ...

image

আমরা তাওয়া গরম করছি: মোহাম্মদ তাহের

নিউজ ডেস্ক : ৫ দফা দাবি আদায়ের জন্য রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী (আমি...

image

যেনতেন নির্বাচন দিয়ে ‘সেফ এক্সিট’ নিতে দেওয়া হবে না: সারজিস

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি...

image

শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নে...

  • company_logo