• লাইফস্টাইল

সালাদ খেলেও বাড়তে পারে শর্করার মাত্রা, যেভাবে খাবেন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  আপনার শরীরের মেদ কমাতে কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে প্রতিদিন সালাদ খাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, সালাদ খেয়েও বাড়তে পারে ওজন, চলে যেতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে। এবং বেড়ে যেতে পারে আপনার শরীরের সুগার? 

অনেকেই মেদ ঝরাতে কিংবা শরীর সুস্থ রাখতে নিয়ম করে সালাদ খান। কারও পছন্দ ফলের সালাদ, কেউ আবার ভালোবাসেন শাকসবজি। এ বিষয়ে চিকিৎসকরা বলেন, সালাদ খেলে শরীর যেমন প্রয়োজনীয় পুষ্টি পায়, ঠিক তেমনই তা খেলে রক্তে শর্করার মাত্রা ঝট করে বেড়ে যায় না।

কথাটা ঠিক হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের পুষ্টিবিদ মিনু বালাজি বলেছেন, শরীর ঠিক রাখতে চার বিষয়ে নজর দিন। তা না হলে চোরাগোপ্তা শর্করাই বাড়িয়ে দিতে পারে আপনার রক্তে শর্করার মাত্রা।

প্রথমত সালাদে পুষ্টির ভারসাম্য জরুরি। রোগা হতে গেলেও দরকার ফ্যাট। তবে স্বাস্থ্যকর ফ্যাট। সে কারণে নানা রকম বাদাম ও বীজ মেশানো প্রয়োজন। এ খাবারগুলো শরীরে ফ্যাটের চাহিদা পূরণ করে।

দ্বিতীয়ত সালাদ সুস্বাদু করতে ব্যবহার হয় 'ড্রেসিং'। মধু, ম্যাপল সিরাপ, মাস্টার্ড সস, মেয়োনিজ এমন অনেক কিছুই দেওয়া হয় স্বাদের জন্য। এতেও অনেক সময় কৃত্রিম শর্করা থাকে। বাজারচলতি ড্রেসিংয়ে থাকতে পারে প্রক্রিয়াজাত রাসায়নিক। তাই চেষ্টা করা দরকার, যাতে বাড়িতেই তৈরি করা যায় সালাদ।

তৃতীয়ত অনেকেই সালাদে শাকসবজি বেশি রাখেন। লেটুস থেকে বাঁধাকপি, টাটকা পালংশাক, গাজর, শসা— এমন অনেক কিছুই রাখা যায়। তবে শুধু কার্বোহাইড্রেট নয়। ভরপেট সালাদ খেতে হলে জুড়়তে হবে প্রোটিন। ডিম, মাংস, মাছ। নিরামিষ খেলে পনির, টোফু বা সিদ্ধ করা বিনস।

চতুর্থত ফল দিয়ে চাট কিংবা সালাদ খাওয়ার চল দীর্ঘদিনের। স্বাস্থ্যকর অভ্যাসও তা। কিন্তু সালাদে অতিরিক্ত ফল বা বেশি রসালো ফল হঠাৎ করে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। ফলের প্রাকৃতিক মিষ্টত্ব স্বাস্থ্যকর হলেও ডায়াবেটিস থাকলে কিংবা ওজন ঝরাতে গেলে বুঝে খাওয়া দরকার। যেমন— কলা, আম, আঙুরের মতো ফল থাকলেও মাপ বোঝা দরকার। এর বদলে বিভিন্ন ধরনের লেবু, বেরিজাতীয় ফল, পেয়ারা, নাসপাতি, আপেল তুলনামূলক বেশি রাখা যেতে পারে।

 

মন্তব্য (০)





image

ঘুম থেকে উঠে যে ৫ খাবার খেলেই বিপদ

নিউজ ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে শরীরকে সঠিকভাবে জাগিয়ে তোলা খুবই জরুরি। ...

image

লিভারের ক্ষতি রোধ হবে যে খাবারে, জানাল গবেষণা

নিউজ ডেস্ক : নতুন এক গবেষণায় জানা গেছে, আঁশসমৃদ্ধ খাদ্যাভ্যাস লিভারের এক...

image

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আরও যেসব উপকার করে লাউ

নিউজ ডেস্ক : ত্বক নিয়ে সারাক্ষণই আপনার দুশ্চিন্তা। আপনি জানেন কি, এমন অন...

image

বিশ্বের সবচেয়ে দামি খাবার হচ্ছে মাছের ডিম ক্যাভিয়ার

নিউজ ডেস্ক : এ মুহূর্তে দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। কারণ এ সময় মা ইলিশ মা...

image

ত্বক ও চুলের যত্নে মাছের তেলের যত উপকারিতা

নিউজ ডেস্ক : ফিশ অয়েল বা মাছের তেল আসে তেলযুক্ত মাছের টিস্যু থেকে। এতে থ...

  • company_logo