• লাইফস্টাইল

‎ভোগ মানেই মণ্ডামিঠাই: দুর্গাপুজার তিন মিষ্টির রেসিপি

  • লাইফস্টাইল

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলার বনেদি বাড়ির দুর্গাপুজোর ইতিহাস শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক প্রাচীন পারিবারিক ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। একশো বছরের পুরনো পুজা থেকে শুরু করে আড়াইশো বছরের পুজা—সবই বহমান ইতিহাসের সাক্ষী। এসব বাড়ির পুজা শুধুই ঠাকুরদালান বা ঝাঁকজমক নয়, বরং ভোগের থালায় মিষ্টির বৈচিত্রও পর্যবেক্ষণযোগ্য। এবার দেখুন দুর্গাপুজার ভোগের তিনটি ঐতিহ্যবাহী মিষ্টির রেসিপি। 

‎১. নারকেলের তক্তি

‎পুজাতে নারকেলের তক্তি এক বিশেষ আকর্ষণ। 
‎উপকরণ:
‎২ কাপ নারকেল কোরা
‎১/২ কাপ ক্ষীর
‎১ কাপ গুড়
‎১/২ কাপ সাদা তিল
‎ছাঁচ 
‎প্রণালী:

‎১. তিল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখুন।
‎২. কড়াইতে নারকেল কোরা, গুড় ও ক্ষীর মিশিয়ে কিছুক্ষণ জ্বাল দিন।
‎৩. তিলগুঁড়ো মিশিয়ে আরও নাড়াচাড়া করুন।
‎৪. মিশ্রণটি বেটে নিয়ে ছাঁচে ফেলে সন্দেশের আকারে গড়ে নিন।
‎৫. ঠান্ডা করে ভোগে পরিবেশন করুন।

‎২. মণ্ডামিঠাই (আটার নাড়ু)

‎পুজার ভোগের অন্যতম আকর্ষণ মণ্ডামিঠাই।

‎উপকরণ:

‎৪ কাপ নারকেল কোরা
‎১/২ কাপ আটা
‎২ কাপ আখের গুড়
‎১/২ কাপ ভেলি গুড়
‎৫–৬টি বড় এলাচ (থেঁতো করা)
‎৫–৬ টেবিল চামচ ঘি
‎প্রণালী:

‎১. একটি ভারী পাত্রে নারিকেল, ঘি এবং আখের গুড় জ্বাল দিতে হবে।
‎২. জ্বাল হয়ে এলে ভেলি গুড়, এলাচ ও আটা মিশিয়ে নিন।
‎৩. রান্না হয়ে এলে আঁচ বন্ধ করে খানিকটা ঠান্ডা হতে দিন।
‎৪. হাতে ঘি মেখে নিয়ে ছোট ছোট নাড়ু গড়ে নিন।
‎৫. ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন ভোগে। 

‎৩. ক্ষীরমোহন
‎পুজাতে ভোগের থালায় অপরিহার্য মিষ্টি ক্ষীরমোহন।

‎উপকরণ:

‎৩ লিটার দুধ
‎৩ কাপ ছানার জল
‎৪–৫টি ছোট এলাচ
‎১ কাপ চিনি
‎১০০ গ্রাম ময়দা
‎৫০ গ্রাম সুজি
‎প্রণালী:

‎১. ৩ কাপ পানি ও ৩ কাপ চিনি দিয়ে চিনির শিরা তৈরি করুন।
‎ পরিমাণমতো দুধ ঘন করে, ছানার পানি দিয়ে ছানা তৈরি করুন।
‎৩. ছানা থেকে জল ঝরিয়ে বড় থালায় ছড়িয়ে দিন।
‎৪. এতে এলাচ, ময়দা, চিনি ও সুজি মিশিয়ে মাখুন।
‎৫. হাতে গোল গোল আকার দিয়ে চিনির শিরায় কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
‎৬. অন্য পাত্রে দুধ গাঢ় করে ক্ষীর বানান। মিষ্টিগুলো ক্ষীরের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।
‎৭. ঠান্ডা করে পরিবেশন করুন।
‎পুজাতে ভোগ শুধুমাত্র নৈবেদ্য নয়, এটি ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবারের গল্পের এক জাদুকরী অংশ। মণ্ডামিঠাই থেকে নারকেলের তক্তি, ক্ষীরমোহন—প্রতিটি মিষ্টি আলাদা কৌশল, স্বাদ ও ইতিহাস বয়ে নিয়ে আসে ভোগের থালায়।

মন্তব্য (০)





image

ঘুম থেকে উঠে যে ৫ খাবার খেলেই বিপদ

নিউজ ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে শরীরকে সঠিকভাবে জাগিয়ে তোলা খুবই জরুরি। ...

image

লিভারের ক্ষতি রোধ হবে যে খাবারে, জানাল গবেষণা

নিউজ ডেস্ক : নতুন এক গবেষণায় জানা গেছে, আঁশসমৃদ্ধ খাদ্যাভ্যাস লিভারের এক...

image

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, আরও যেসব উপকার করে লাউ

নিউজ ডেস্ক : ত্বক নিয়ে সারাক্ষণই আপনার দুশ্চিন্তা। আপনি জানেন কি, এমন অন...

image

বিশ্বের সবচেয়ে দামি খাবার হচ্ছে মাছের ডিম ক্যাভিয়ার

নিউজ ডেস্ক : এ মুহূর্তে দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। কারণ এ সময় মা ইলিশ মা...

image

ত্বক ও চুলের যত্নে মাছের তেলের যত উপকারিতা

নিউজ ডেস্ক : ফিশ অয়েল বা মাছের তেল আসে তেলযুক্ত মাছের টিস্যু থেকে। এতে থ...

  • company_logo