• খেলাধুলা

খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রাখে: ডি‌সি মা‌নিকগঞ্জ

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ব‌লে‌ছেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রাখে। সাটু‌রিয়া উপজেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ উপজেলা প্রশাসনের এ আয়োজনের মাধ্যমে শুধু ক্রীড়াঙ্গনেই নয়, সামাজিক বন্ধনেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রতি বছর এ ধরনের বি‌ভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা হবে এবং তাদের জেলা আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর ) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ায উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

ক্রীড়ামুখর সমাজ গঠনের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় শুরু হয়েছে উপজেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প‌রিষ‌দের অন্যতম সদস্য এবং মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতা, জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য ও মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় হরগজ ইউনিয়ন বনাম ধানকোড়া ইউনিয়ন। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দর্শকদের মুগ্ধ করে অসাধারণ পারফরম্যান্সে। ধানকোড়া ইউনিয়ন প্রথমার্ধে একটি গোল করে ও বিরতির পর আরো দুটি গোল দিয়ে খেলা জমিয়ে তোলে এবং শেষ মুহূর্তে ধানকোড়া ইউনিয়ন জয়লাভ করে।

টুর্নামেন্টে সাটুরিয়া উপজেলাধীন ৯ টি ইউনিয়ন অংশ নিচ্ছে। আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। দর্শকদের উচ্ছ্বাস, সমর্থন আর ঢাক ঢোলের আওয়াজে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

মন্তব্য (০)





image

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগেই ধাক্কা খেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

image

যে ম্যাচে থাকছে বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক : আবুধাবির যে পাঁচতারা হোটেল রোটানায় গতকাল বু...

image

‎বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারের টার্নিং পয়েন্ট

নিউজ ডেস্কঃ হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত। জিতলে সুপার ...

image

হ্যান্ডশেক বিতর্কের ‘হোতা’ আর থাকছেন না পাকিস্তানের ম্যাচে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্ক ডালপালা মেলেছ...

image

সুপার ফোরে যেতে বাংলাদেশকে লংকান তারকার পরামর্শ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের চলতি আসরে আজই বাংলাদেশের শেষ সুযোগ। আজ আফগা...

  • company_logo