• আন্তর্জাতিক

পশ্চিমাদের বার্তা দিতে চীনে একজোট হচ্ছেন পুতিন- কিম

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী সপ্তাহে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন। পশ্চিমাদের চাপের মুখে এই তিন নেতার একসঙ্গে প্রকাশ্য উপস্থিতিকে ‘প্রতীকী চ্যালেঞ্জ’ হিসেবে দেখা হচ্ছে।

‎বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

‎চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভিক্টরি ডে’ উপলক্ষে ৩ সেপ্টেম্বরের কুচকাওয়াজে ২৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন। তবে পশ্চিমা কোনো দেশের শীর্ষ নেতা থাকছেন না। তবে শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর থাকার কথা রয়েছে।

‎এই কুচকাওয়াজকে ঘিরে চীনের সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিতে চায় বেইজিং। রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত, আর উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মুখে রয়েছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে।

‎চীনের কৌশলগত অংশীদার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ ২০২৪ সালে চীন সফর করেছিলেন। অন্যদিকে কিম জং উন সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে বেইজিং সফর করেন।

‎এবারের কুচকাওয়াজে অংশ নেবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দর লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ উন-শিক। এছাড়া সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দর ভুচিচও উপস্থিত থাকবেন।

‎জাতিসংঘের প্রতিনিধিত্ব করবেন আন্ডার-সেক্রেটারি জেনারেল লি জুনহুয়া, যিনি এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং ইতালি, সান মারিনো ও মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

‎৩ সেপ্টেম্বর তিয়ানআনমেন স্কোয়ারে শি জিনপিং বিদেশি অতিথিদের নিয়ে কয়েক হাজার সেনাদের অভিবাদন গ্রহণ করবেন। দীর্ঘদিন পর চীনের এই বৃহৎ কুচকাওয়াজে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও হাইপারসনিক অস্ত্রসহ অত্যাধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হবে।

মন্তব্য (০)





image

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে শুরু হবে আন্তর্জাতিক বিমান...

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশি...

image

গাজায় এক মাসে ১৫০০ বাড়ি গুড়িয়ে দিল ইসরাইল

নিউজ ডেস্ক : গাজা সিটির আল-জেইতুন মহল্লায় ইসরাইলি সেনাদের অভিযানে এ মাসে...

image

‎মালয়েশিয়ার কেদাহে অভিযানে ১২২ অভিবাসী আটক

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং সেরাইয়ের পাদ...

image

শর্তসাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত ...

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ...

image

বন্যা মোকাবিলায় পাকিস্তানের পাঞ্জাবে সেনা মোতায়েন

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা ...

  • company_logo