• বিশেষ প্রতিবেদন

নওগাঁর রক্তদহবিলকে ঘিরে বিএমডিএ’র যত পরিকল্পনা

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ও বগুড়া জেলার মধ্যে অবস্থিত ঐতিহাসিক রক্তদহবিল। এই বিলকে ঘিরে নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ গ্রহণ করেছে এক হালিরও বেশি উন্নয়ন পরিকল্পনা। রক্তদহবিল খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা, নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টি করা, চারপাশ দিয়ে পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপন, বিলের সকল সংযোগখাল খনন করাসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম রেজা।

নওগাঁর পার্শ্ববর্তি রক্তদহবিলের তীরবর্তি বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের সন্তান প্রকৌশলী মো: রেজাউল ইসলাম রেজা। রক্তদহবিলের সঙ্গে মিলেমিশে বড় হয়েছেন তিনি। তিনি গত এপ্রিল মাসের ১০তারিখে নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন। খননের মাধ্যমে রক্তদহবিলের হারিয়ে যাওয়া যৌবনকে পুনরায় ফিরিয়ে এনে বিলকে ঘিরে ইকোপার্ক তৈরির পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন রেজা।

ইতিমধ্যই তিনি পরিকল্পনার গ্রহণের সকল প্রাথমিক কাজ সম্পন্ন করেছেন। এছাড়া পুরো বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকবান্ধব করে হয়রানী ও ভোগান্তি মুক্ত হিসেবে নতুন বাংলাদেশে নতুন করে বিনির্মাণ করতে চান। ইতিমধ্যই জেলার বিভিন্ন উপজেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের সংশ্লিষ্ট কিছু ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করেছেন।  

নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম রেজা জানান রক্তদহবিল শুধু এই অঞ্চলের নয় পুরো বাংলাদেশের সম্পদ। কিন্তু বছরের পর বছর বিলটি খনন না করা, বিলের সংযোগ খালগুলো খনন না করা, বিলের চারপাশের বাঁধ দিয়ে পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপন না করা, কচুরিপানা অপনারণের সহজ পথ বন্ধ হয়ে যাওয়ায়, বিল ও বিলকে ঘিরে সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় ঐতিহ্যবাহী বিলটি বর্তমানে তার যৌবন হারিয়ে ফেলেছে। বর্তমানে বিলে আগের মতো আর মাছ থাকে না। একসময় এই বিল থেকে মাছ আহরন করে জীবিকা নির্বাহ করেছে শত শত জেলে পরিবার। বিলের সঙ্গে লাগানো আবরার বিলও খনন না করার কারণে সেটিও তার যৌবন হারিয়ে ফেলেছে। এছাড়া বছরের পর বছর রাজনৈতিক যাতাকলে পৃষ্ঠ হয়ে হাজার হাজার হেক্টর জমির রক্তদহবিলটি বর্তমানে তেমন উপকারে আসছে না। অথচ সময়পযোগি সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে পারলে এই বিলকে ঘিরে এই অঞ্চলটি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। বর্তমানে যে সংখ্যক পর্যটক রক্তদহ বিল, পাখি পল্লীর সৌন্দর্য উপভোগ করতে আসছেন তখন বেশি সংখ্যক পর্যটকরা এখানে আসবেন। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো রক্তদহবিল এলাকাটিও এক আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিতি লাভ করতে সক্ষম হবে। এতে করে পর্যটকদের আগমনে পাল্টে যাবে এই অঞ্চলের দৃশ্যপট।

এছাড়া নওগাঁর ১১টি উপজেলার বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষকে শতভাগ স্ব স্ব এলাকার কৃষক ও সেবা প্রত্যাশীদের উপকারে আনায়নে তিনি বদ্ধ পরিকর। একজন কৃষক কেন বরেন্দ্র থেকে সুবিধা নিতে এসে ঘুষ দিবেন, কেন হয়রানী আর ভোগান্তির শিকার হবেন। এই দপ্তরের প্রতিটি লোক কৃষক থেকে শুরু করে সুবিধা নিতে আসা প্রত্যকের জন্য একজন নিবেদিত সেবক হিসেবে তা দায়িত্ব পালন করতে বাধ্য। তাই সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব দপ্তরের সকল বিভাগকে স্বচ্ছ করতে যা যা করণীয় সেগুলো বাস্তবায়নে তিনি অঙ্গিকারবদ্ধ। প্রতিটি সেবা প্রত্যাশীদের নিয়মের মধ্য থেকে তাদের নায্য সেবা প্রতিটি বরেন্দ্র অফিস থেকে বুঝিয়ে নেওয়ার অনুরোধ জানান। এই সেবা নিতে এসে যদি কোন ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে প্রথমে  নিয়মের মধ্যে থেকে প্রতিবাদ করা এবং সর্বশেষ বিষয়টি যদি সম্মানজনক ভাবে শেষ না হয় সেক্ষেত্রে বিষয়টি তাকে জানানোর অনুরোধ জানান।  

এই অঞ্চলে বছরের পর বছর ধরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ সম্পর্কে যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে তিনি নওগাঁয় তার কর্মকালের সময় সেই দুর্নামের বেড়াজাল থেকে মুক্ত করার চেস্টা অব্যাহত রাখবেন। এছাড়া জেলার বিভিন্ন অঞ্চলে যতগুলো বরেন্দ্রের অর্ন্তভুক্ত খালগুলো রয়েছে সেগুলো সংস্কার করার মাধ্যমে কৃষক ও পরিবেশবান্ধব করতে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবেন। বরেন্দ্র অফিসের যে কোন অনিয়ম, দুর্নীতি আর হয়রানী কিংবা ভোগান্তির বিষয়ে সঠিক তথ্যাদিসহ সরাসরি তাকে অবগত করতে তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানান। বরেন্দ্র অফিস হবে প্রতিটি সেবা প্রত্যাশীদের জন্য একটি আস্থা ও বিশ্বাসের সেবা কেন্দ্র। এই প্রত্যয় বুকে ও মনে ধারণ করে কাজের মাধ্যমে বাস্তবায়ন করে তিনি এলাকার সন্তান হিসেবে নওগাঁবাসীর হৃদয়ে স্থান করে নেওয়ার আশা ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

বালাইনাশকের ঝুঁকি হ্রাসে নতুন উদ্যোগ: বিকল্প পদ্ধতি, জৈব ...

গাজীপুর প্রতিনিধি: কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরে ব্...

image

কালীগঞ্জে কোটি টাকার শিশু পার্কে এখন শুধু বন-জঙ্গল, নষ্ট ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ শহরে শিশুদের বিনোদনের ...

image

রাণীনগরকে পর্যটনমুখী করতে নানা উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের ...

নওগাঁ প্রতিনিধি: উত্তরের জেলা নওগাঁ শহরের নিকটবর্তি একটি উপজ...

image

উলিপুরে পান চা‌ষে মন্দা, ন‌্যায‌্যমূল‌্য না পাওয়ায় অন‌্য ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কু‌ড়িগ্রা‌মের উলিপু&zwnj...

image

বগুড়ায় দৃষ্টিনন্দন রূপে ফিরছে করতোয়া: পাড়ে ভীড় জমাচ্ছেন ব...

সঞ্জু রায়, বগুড়া:.উত্তরের প্রাণকেন্দ্র বগুড়...

  • company_logo