• বিনোদন

সালমানের গুরুতর অভিযোগ আনলেন বলিউড অভিনেতা অশোক

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার রাগী স্বভাবের জন্য বেশ পরিচিত। এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। জনপ্রিয় মারাঠি ও হিন্দি সিনেমার অভিনেতা অশোক সারাফ দাবি করে বলেছেন, একবার শুটিং সেটে তার গলায় আসল ছুরি ধরে বসেছিলেন সালমান খান।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা তুলে ধরে এ অভিনেতা বলেন, ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাগৃতি’ সিনেমার একটি দৃশ্যের সময় এ ঘটনা ঘটেছিল। আমি তখন খলচরিত্রে অভিনয় করছিলাম। সেই দৃশ্যে সালমান একটি আসল ছুরি দিয়ে আমার গলায় চেপে ধরেছিল। তিনি বলেন, সংলাপ বলার সময় আমি বুঝতে পারছিলাম গলা কেটে যাচ্ছে। তখন বাধ্য হয়ে বলি— তুমি কী করছ? আমার গলা কেটে যাচ্ছে তো?

অশোক সারাফ বলেন, সালমান তখন বলল— তবে কী করব? আমি বলি— ছুরিটা উল্টো করে ধর। সে বলল,  কিন্তু ক্যামেরায় খারাপ দেখা যাবে। শেষে আমি হাল ছেড়ে বলি— থাক, যেমন চলছে চলুক।

অভিনেতা বলেন, দৃশ্যটা শেষ করার পর দেখি গলায় গভীর কাটা পড়েছে। যদি গলার কোনো নার্ভ কেটে যেত, আমি হয়তো আজ বেঁচে থাকতাম না। এ ঘটনাটি সারাজীবন ভুলতে পারেননি তিনি। অশোক বলেন, আমি নিশ্চিত নই সালমান এ ঘটনা মনে রেখেছে কিনা। ও তো অনেক কিছুই ভুলে যায়।

ভাইজানের সঙ্গে একাধিক সিনেমা করেছেন অশোক সারাফ। ‘করণ অর্জুন’, ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’, ‘বন্ধন’সহ বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। তবে তাদের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্কও রয়েছে।

 

উল্লেখ্য, সালমান খান বর্তমানে ব্যস্ত ‘ব্যাটল অব গলওয়ান’ সিনেমার শুটিং নিয়ে। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমাটি ২০২০ সালে ভারত-চীন গলওয়ান উপত্যকার সংঘর্ষ অবলম্বনে নির্মিত হয়েছে। এ সিনেমাটি আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

এই অভিনেত্রীকে দেখে চমকে গেলেন ভক্তরা

বিনোদন ডেস্ক : উসকো-খুশকো চুল, এক হাতে খাবারের থালা, দুই পা সামনে দিকে দ...

image

অভিনেতা নাকি চিকিৎসক, কোন পরিচয় এগিয়ে রাখেন ডা. এজাজ

বিনোদন ডেস্ক : ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শ...

image

হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না

বিনোদন ডেস্ক : জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট রাজধানীর মানিক মি...

image

বলিউড বাদশার আরেক মুকুট

বিনোদন ডেস্ক : ‘শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চি...

image

বলিউডের চাপে কোণঠাসা টালিউড, মমতার দ্বারস্থ প্রসেনজিতরা

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার দাপটে কোণঠাসা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি। বি...

  • company_logo