• বিনোদন

কারিশমার বিচ্ছেদে যে কৌশলে সবার মুখ বন্ধ করেছিলেন কারিনা

  • বিনোদন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কিছু দিন আগেই মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের। গলায় মৌমাছি আটকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই মৃত্যু নিয়ে জলঘোলা চলছে এখনো। এর মধ্যেই উঠে আসছে কারিশমা ও সঞ্জয়ের ব্যক্তিগত জীবনের নানা  ঘটনা।

‎বরাবরের মতোই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও কারিশমা কাপুর বরাবরই আলোচনায় থাকেন। দুই বোন একজন হচ্ছেন লোলো, অন্যজন বেবো হিসাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচিত। তারা যে কোনো সমস্যায় পরস্পরের পাশে থাকেন। এমনই এক খারাপ সময় এসেছিল কারিশমার জীবনে, সেই সময় বেবো বোনের পাশে ছিলেন।

‎কারিশমা কাপুরের সঙ্গে সঞ্জয় কাপুরের বিবাহবিচ্ছেদ হচ্ছে, না কি সুখে সংসার করছেন, সেই সময় মুখে কুলুপ এঁটে রেখেছিলেন বোন কারিনা কাপুর।  এমনই এক খারাপ সময় এসেছিল কারিশমার জীবনে।

‎সেটা ২০১৬ সালের ঘটনা। কারিশমা ও সঞ্জয়ের জীবনে চলছিল সংসার ভাঙনের খেলা। বিবাহবিচ্ছেদ নিয়ে বি-টাউনে জল্পনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এ সময় বোনের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল কারিনাকেও। কিন্তু তাও মুখে কুলুপ এঁটে রেখেছিলেন বেবো।

‎কারিশমার বাবা রণধীর কাপুর বিষয়টি নিয়ে কথা বলতে দুবার ভাবেননি। কিন্তু বেবো ছিলেন অনড়। কিছুতেই মুখ খোলেননি তিনি। অনেক দিন পর বিষয়টি থিতু হয়ে যাওয়ার পর অল্প কথায় উত্তর দিয়েছিলেন অভিনেত্রী।

‎বেবো তার নাটকীয় অভিব্যক্তির জন্য জনপ্রিয় অনুরাগীদের মহলে। কিন্তু বোনের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে কোনো নাটকীয়তার আশ্রয় নেননি অভিনেত্রী। কারিনা কাপুর শুধুই বলেছিলেন, এটা খুবই ব্যক্তিগত বিষয়। আমি এবং কারিশমা এ নিয়ে কোনো কথাই বলিনি। আমি কীভাবে আমার বোনের পাশে থাকব, এ নিয়ে অন্য কারও ভাবার কথাই নয়।

‎অভিনেত্রী আরও বলেছিলেন কারিশমা একজন তারকা। তাই ওকে নিয়ে মানুষ এত চিন্তিত, এটা দেখে খুব ভালো লাগছে। আমি গোটা বিষয়টিকেই খুব সম্মান করি। আবার অনেকে কারিশমার জীবন নিয়ে হাজার রকম কথা বলছেন। অথচ আসল ঘটনা কেউই জানে না।

মন্তব্য (০)





image

এই অভিনেত্রীকে দেখে চমকে গেলেন ভক্তরা

বিনোদন ডেস্ক : উসকো-খুশকো চুল, এক হাতে খাবারের থালা, দুই পা সামনে দিকে দ...

image

অভিনেতা নাকি চিকিৎসক, কোন পরিচয় এগিয়ে রাখেন ডা. এজাজ

বিনোদন ডেস্ক : ডা. এজাজুল ইসলাম। নন্দিত অভিনেতা ও চিকিৎসক। আরটিভিতে আজ শ...

image

হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না

বিনোদন ডেস্ক : জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট রাজধানীর মানিক মি...

image

বলিউড বাদশার আরেক মুকুট

বিনোদন ডেস্ক : ‘শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চি...

image

বলিউডের চাপে কোণঠাসা টালিউড, মমতার দ্বারস্থ প্রসেনজিতরা

বিনোদন ডেস্ক : হিন্দি সিনেমার দাপটে কোণঠাসা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি। বি...

  • company_logo