• শিক্ষা

বাকৃবিতে চালু হলো অনলাইন চাকরি আবেদন পদ্ধতি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি: ডিজিটাল ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যেকোনো পদে চাকরির আবেদন করা যাবে অনলাইনে। এতে চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে 'ইন্টিগ্রেটেড ই-ফর্ম সিস্টেম' এর মাধ্যমে এই অনলাইন আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই উদ্যোগের ফলে চাকরিপ্রার্থীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। আমি বিশ্বাস করি, এই ডিজিটাল সেবা আমাদের নিয়োগ কার্যক্রমকে আরও স্বচ্ছ করে তুলবে।” তিনি এই ব্যবস্থাটি স্বল্প সময়ে চালু করতে যাঁরা কাজ করেছেন, বিশেষ করে আইসিটি সেলের পরিচালক ও তার সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের কর্মকর্তারা।

শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে এই অনলাইন চাকরির আবেদন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

একাদশ শ্রেণিতে ভর্তির আগে যে বিষয়গুলো জানা একান্ত জরুরি

নিউজ ডেস্কঃ এসএসসি পেরিয়ে কলেজজীবনের দুয়ারে দাঁড়িয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর ...

image

বাকৃবিতে জুলাই শহীদ দিবসে তিন শহীদ পরিবারকে সম্মাননা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ ও শোক দিবস...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে...

image

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ...

নিউজ ডেস্কঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্...

image

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ৩৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)...

  • company_logo