
পাবনা প্রতিনিধিঃ ৭ বছরের শিশু জুঁই হত্যার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতার এবং দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে (১৬ই এপ্রিল) বুধবার সকাল সাড়ে ১০টায় পাবনার চাটমোহরের থানা মোড় আমতলায় 'চাটমোহর উপজেলার সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা (গেজেটভূক্ত) আব্দুল আলীম সরকারের সভাপতিত্বে এবং জাতীয় নাগরিক কমিটির চাটমোহর উপজেলা প্রতিনিধি শেখ জাবের আল শিহাবের সঞ্চালনায় প্রায় ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা কমিটির আহবায়ক বরকতুল্লাহ ফাহাদ, সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম, সুজন-সুশাসনের জন্য নাগরিক চাটমোহর উপজেলা কমিটির সভাপতি এস. এম. হাবিবুর রহমান, সম্পাদক কে. এম. বেলাল হোসেন।
বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুল, চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মো. জিয়াউল হক সিন্টু, গণঅধিকার পরিষদ নেতা জুয়েল রানা, যুব ইউনিয়ন নেতা আলমগীর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান লেবু, মহিলা দল নেত্রী ইয়াসমিন আরা বুড়ি, আয়শা জামান মুক্তি, ছাইকোলা ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারী হাফেজ পারভেজ হোসাইন।
জাতীয় নাগরিক কমিটি চাটমোহর কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যথাক্রমে আব্দুল হাই, রোকসানা পারভীন, ফয়সাল কবির, ভ. ই. ক্যাস্টো সাগর, হুমায়ুন কবির সোহাগ, দেবজিৎ কুন্ডু বাঁধন, ভ. ই. ক্যাস্টো সামি, কে. এম. ফাহিম আল মেহেদী, আতিকুল ইসলাম, মনিরুল ইসলাম।
মিডিয়া কর্মীদের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সিমলান সিদ্দিক, মো. রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডিএ জয়েনুদ্দিন স্কুলের শিক্ষক শহীদুর রহমান, স্কুল শিক্ষার্থী নিহারীকা খন্দকার, নুবাঈদ রাইয়ান, আদিয়াত হাসান প্রমূখ।
বক্তাগণ, শিশু জুঁই হত্যাকান্ডসহ মাগুরায় শিশু আছিয়া, চাটমোহরের পৈলানপুরে শিশু কল্পনা হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার আইনের মাধ্যমে ফাঁসির দাবী জানান। পাশাপাশি শিশু জুঁই হত্যাকান্ডের মোটিভ উদঘাটন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতাদের আল্টিমেটাম ঘোষনা করেন।
ব্যানার-ফেস্টুন-প্লাকার্ড হাতে 'তুমি কে, আমি কে, জুঁই-জুঁই'সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, সচেতন যুব সমাজ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পথচারী নির্বিশেষে প্রচুর মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. খাইরুল ইসলাম।
উল্লেখ্য, পাবনা জেলার চাটমোহর উপজেলা ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার সীমানাবর্তী এলাকায় অবস্থিত পাবনা জেলার চাটমোহর উপজেলাধীন হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের স্থানীয় একটি ভূট্টা ক্ষেত থেকে গতকাল (১৫ এপ্রিল) মঙ্গলবার সকালে জুঁই (৭) বছর বয়সি একটি কন্যা শিশুর লাশ উদ্ধার হয়। উদ্ধারের সময় শিশুর লাশটি বিবস্ত্র এবং মুখ মন্ডল ঝলসানো অবস্থায় ছিলো। হত্যাকান্ডের শিকার শিশু জুঁইয়ের পিতা জাহিদুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী, তার বাড়ি পার্শ্ববর্তী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলাধীন চান্দাই ইউনিয়নের বড় গাড়ফা গ্রামে।
মন্তব্য (০)