
ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির আজ ১৫ এপ্রিল শেষ দিনে ৩ হাজার ২৫৭ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধি না করা হলে দেশের বাজারে চালের দাম বাড়তে পারে বলে আশংকার করছেন বন্দরের ব্যবসায়ীরা।
আজ ১৫ এপ্রিল মঙ্গলবার ছিল হিলি স্হল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির শেষ দিন। সারাদিনে ভারতীয় ৮০টি ট্রাকে করে ৩ হাজার ২৫৭ মেট্রিক টন ৭৫০ কেজি চাল আমদানি করা হয়েছে। এই নিয়ে ১১ নভেম্বর থেকে ৪ হাজার ৯২৬ ট্রাকে করে নন বাসসতি জাতের ২ লাখ ৮হাজার মেট্রিক টন এবং ৯৪৮ টি ট্রাকে করে বাসমতি আতব জাতের ৪০ হাজার মেট্রিক টন চাল আমদানী করা হয়েছে।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক ব্যবসায়ী মোস্তাক হোসেন জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আজ ১৫ এপ্রিল ভারত থেকে চাল আমদানির শেষ দিন ছিলো। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধি না করা হলে দেশের বাজারে দামে বাড়তি প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। সরকারের রাজস্ব ঘাটতির পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবার আশংকা করছেন তারা।
তিনি আরও জানান, বন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানির জন্য ইতমধ্যে এলসি এবং ওপারে স্লট বুকিং দিয়েছে। আজ শেষ দিনে সব গাড়ি প্রবেশ করতে না পারায় ভারতের ওপারে পাইপ লাইনে গাড়ি আটকা থাকায় ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হবে।
হিলি বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক ১৫এপ্রিল পর্যন্ত দেশে চাল আমদানির শেষ দিন ছিলো। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধির জন্য ইতিমধ্যে ব্যবসায়ীরা আবেদন করলেও সন্ধ্যা পর্যন্ত সময় বৃদ্ধির কোন চিঠি পাওয়া যায়নি। ভারত থেকে চাল আমদানি বন্ধ হলে সরকারের রাজস্ব ঘাটতির পাশাপাশি দেশের বাজারে এর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।
তিনি আরও জানান, আজ ভারত থেকে চাল আমদানির শেষ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ৮০টি ভারতীয় পণ্যবাহী ট্রাকে ৩ হাজাে ২৫৭ মেট্রিক টন ৭৫০ কেজি চাল আমদানি করা হয়েছে। ব্যবসায়ীরা এলসি কৃত চাল ভারত থেকে আমদানি শেষ করেছে বলে ধারনা করছেন তিনি। ভারতের ওপারে পাইপ লাইনে কোন গাড়ি আছে কিনা নিম্চিত করতে পারেননি তিনি।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, ভারত থেকে চাল আমদানির শেষ দিনে সন্ধ্যা পর্যন্ত চাল আমদানির সময় বৃদ্ধির কোন চিঠি তাদের হাতে পৌছেনি। সময় বৃদ্ধি করা হবে বলে মনে হচ্ছে না।
তিনি আরও জানান, ১৫ এপ্রিল বেনাপোল, ভোমরা, বুড়িমারী সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভারত থেকে চাল আমদানি বন্ধ হলে সরকারের রাজস্ব ঘাটতি হবে বলে জানান তিনি।
গতকাল ১৪ এপ্রিল সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ২০১ টি ট্রাকে প্রায় ৮ হাজাের ৪৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে বলে জানা গেছে।
অর্থনীতি ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ এপ্রিল) দেশের প্রধান...
অর্থনীতি ডেস্ক:দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ল। বোতলজাত ও খোলা সয়াবিন তেলে...
অর্থনীতি ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ এপ্রিল) দেশের প্রধান শেয়া...
বেনাপোল প্রতিনিধি : ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রানজিট স...
নারায়াগঞ্জ প্রতিনিধি: নারায়াগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদ...
মন্তব্য (০)