• সমগ্র বাংলা

কু‌ড়িগ্রা‌মে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই‌য়ের অ‌ভি‌যোগ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অ‌ভি‌যোগ উঠে‌ছে। শনিবার (১২ এপ্রিল) রাত পৌ‌নে ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী-বালারহাট সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বালারহাট বাজারের তিন্নি স্টোর নামের একটি বিকাশ দোকানের মালিক।

জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে ক্যাশের আড়াই লাখ টাকার বে‌শি একটি ব্যাগে ভরে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী তাজুল ইসলাম। পৌনে ১১ টার দিকে তিনি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছিলে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত লোক বেরিয়ে এসে তার গলায় ও বুকে ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ টানা হেঁচড়া শুরু করে। এ সময় তাজুল ইসলাম চিৎকার করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিয়ে দ্রুত টাকার ব্যাগ ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তিতে গলায় ও হাতে ছুরির আঘাত লেগে আহত হন তাজুল ইসলাম। পরে তার চিৎকারে আশপাশের লোকজন,পথচারিরা এগিয়ে আসে কিন্তু ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, আকস্কিকভাবে অপরিচিত তিনজন লোক ছুরি নিয়ে আমার ওপর আক্রমণ করে টাকার ব্যাগ টানা হেঁচড়া করে। তারপরও আমি টাকার ব্যাগ ছেড়ে না দিয়ে চিৎকার দেই। একবার চিৎকার করার পর তারা আমার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে। তখন বাধ্য হয়ে টাকার ব্যাগ ছেড়ে দেই। ব্যাগে আড়াই লাখের কিছু বেশি টাকা ছিল। পরে রাতেই ফুলবাড়ী থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা অবগত করি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

নাগেশ্বরীতে নদীর ভাঙ্গন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানবব...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে গঙ্গাধর নদী ভাঙ্গন রোধে স্থ...

image

নীলফামারীতে দুদকের ১৭২তম গণশুনানি অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: 'নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন'...

image

গোপালপুরে অস্থির খড়ের বাজার, লোকসানের আশংকায় খামারীরা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বৈশাখের উপস্থিতিতে পাকতে শুরু করেছে বোরো ...

image

লালমনিরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা,রেজিস্ট্রেশ...

image

ফরিদপুরের মধুখালীতে স্পিড ব্রেকারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্ট...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে স্পিড ব্...

  • company_logo