
ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে একটি মোটরসাইকেল ব্রিজের নীচ দিয়ে পূর্ব দিকে পার হচ্ছিল আব্দুল আউয়াল। এ সময় উত্তর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান।
নিহত আব্দুল আউয়াল বলদীপুকুরে পায়রাবন্দ ইউনিয়নের মনিনপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।এদিকে ট্রাকচাপায় নিহত আব্দুল আউয়ালের একদিন আগে (গতকাল ৮ এপ্রিল) ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সেই স্ট্যাটাসে বিচ্ছেদ বিরহমাখা শব্দের ব্যবহার। ফিরে আসার আহ্বান জানানো হয়েছে সেই স্ট্যাটাসে। ভাগ্যের কি নির্মম পরিহাস। কাউকে ফিরে আসার স্ট্যাটাস দিয়ে নিজেই দুর্ঘটনায় চলে গেলো না ফেরার দেশে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে।চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।চারদিকে পুলিশকে বরা হয়েছে ট্রাক চালকে আটক করার জন্য।ওসি আর বলেন,মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে গঙ্গাধর নদী ভাঙ্গন রোধে স্থ...
নীলফামারী প্রতিনিধি: 'নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন'...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বৈশাখের উপস্থিতিতে পাকতে শুরু করেছে বোরো ...
লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা,রেজিস্ট্রেশ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে স্পিড ব্...
মন্তব্য (০)