
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ হামলায় দক্ষিণের খান ইউনিসে এক সাংবাদিকসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উত্তরের গাজা সিটিতে দুই শিশুও নিহত হয়েছে।
গাজার খান ইউনিসে এক ভবনে ইসরায়েলি বাহিনীর চালানো বোমা হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইসলাম মাকদাদ।
স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা একটি আবাসিক ভবনে আঘাত হানে, যেখানে একই পরিবারের অনেক সদস্য অবস্থান করছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনা ইসরায়েলি বাহিনীর চলমান হামলার ভয়াবহতা ও বেসামরিক প্রাণহানির আরেকটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো গাজায় সংবাদকর্মীদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে এবং এর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
এদিকে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র বলছে, ইসরায়েল রাতভর হামলা চালিয়েছে। গাজার খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য স্থাপিত তাঁবুগুলোতে হামলায় দুই শিশু নিহত হয়েছে।
জাতিসংঘ জানায়, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি বাহিনী প্রতিদিন গড়ে ১০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা বা আহত করছে। এ সংখ্যা বিশ্বব্যাপী গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে গাজায় ১৫ চিকিৎসাকর্মী হত্যায় ইসরায়েল ভুল স্বীকার করেছে। হত্যার ভিডিও সামনে আসায় ইসরায়েলের বিরুদ্ধে নানা মহলে ক্ষোভ বাড়ছে।
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও যুক্তরাষ্ট্র ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফা প...
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আবারও ট্রাম্প-বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে...
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির মুস্তফাবাদে একটি চারতলা ভবন ধসে অন্তত চারজন...
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদি...
আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বুধবার ভোর থেকে অন্তত ...
মন্তব্য (০)