
ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ ঈদের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) খুলছে অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান। সচিবালয় ও অন্যান্য সরকারি অফিস খোলার পাশাপাশি রোববার থেকে খুলছে ব্যাংক ও পুঁজিবাজার।
একটানা নয় দিন বন্ধ থাকার পর এদিন সকাল ১০টা থেকে আগের মতো ব্যাংকের লেনদেন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অন্যদিকে পুঁজিবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত।
এবার ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ (সোমবার)। এ বছর ঈদের আগে ও পরে মিলিয়ে পাঁচ দিন সরকারি ছুটি থাকে। কিন্তু ঈদযাত্রার সুবিধার কথা ভেবে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা নয় দিন ছুটি উপভোগ করতে পেরেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দের মুহূর্ত কাটিয়ে ফের কর্মস্থলে যোগ দিতে শনিবার রাজধানীতে ফিরেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অবশ্য এই নয় দিন পুঁজিবাজার সম্পূর্ণ ছুটিতে থাকলেও তৈরি পোশাক শিল্প এলাকায় ব্যাংক সীমিত পরিসরে খোলা ছিল ঈদের আগের দিন ৩০ মার্চ পর্যন্ত। এ ছাড়া ছুটির সময়ে এটিএম বুথ, এমএফএস, কিউ আর কোড ও ইন্টারনেট ব্যাংকিং অ্যাপগুলো সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বুথে পর্যাপ্ত টাকার সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিতেরও নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে ঈদের ছুটির মধ্যেও সমুদ্র, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো খোলা ছিল।
নিউজ ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দি...
নিউজ ডেস্কঃ ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপা...
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের নয় অঞ্চলে ঝড়ো বাতাসসহ ভারি বৃষ্টির পূর্...
নিউজ ডেস্কঃ ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাক...
নিউজ ডেস্কঃ বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিক ...
মন্তব্য (০)