• বিনোদন

ভক্তদের তার প্রকৃত নামেই ডাকতে নয়নতারার অনুরোধ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ভক্তরা ভালোবেসে তাকে ‘লেডি সুপারস্টার’ বলেও অভিহিত করেন। কিন্তু এতে আপত্তি রয়েছে তার। তিনি ভক্তদের তার প্রকৃত নামেই ডাকতে অনুরোধ করেছেন।

তিনি জানিয়েছেন, ‘নয়নতারা’ নামটি তার খুবই প্রিয়। ভক্তরা যেন তাকে  নাম ধরে ডাকেন।

এই অভিনেত্রী টুইটারে একটি লেখা শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, নির্দিষ্ট উপাধি এবং প্রশংসা খুবই মূল্যবান। কিন্তু কখনও কখনও এগুলো এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা একজন অভিনেতাকে তাদের কাজ থেকে আলাদা করে দেয়। সেইসঙ্গে তার দর্শকদের সঙ্গেও নিঃশর্ত বন্ধন হতে দেয় না। শুধু এই কারণেই ভক্তদের থেকে একজন অভিনেতার দূরত্ব তৈরি হয়।

নয়নতারা লেখেন, আমার প্রিয় ভক্ত, মিডিয়ার সম্মানিত সদস্য এবং সিনেমা জগতের সম্মানিত ব্যাক্তিগণ, অভিনেত্রী হিসেবে আমার শুরু, সকল আনন্দ এবং সাফল্যের সমস্ত উৎস আপনারা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে আশা করি, সবাই পরিবার নিয়ে সুস্থ আছেন, সুখে আছেন। আমার জীবন একটা খোলা বইয়ের মতো, যা সবসময় আপনাদের নিঃশর্ত ভালোবাসা এবং স্নেহে গড়ে উঠেছে। সাফল্যের সময় আমার কাঁধ চাপড়ে দেওয়া বা কষ্টের সময় আমাকে শক্তি দিয়ে হাত বাড়িয়ে দেওয়া হোক, আপনারা সবসময় আমার পাশে ছিলেন।

তিনি আরও লেখেন, আপনাদের অনেকেই আমাকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন। যা আপনাদের অপরিসীম স্নেহ থেকে উদ্ভূত। এত মূল্যবান উপাধির মুকুট পরানোর জন্য আমি সকলের কাছে অনেক ঋণী। তবে, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে ‘নয়নতারা’ বলে সম্বোধন করবেন। কারণ আমি মনে করি, এই নামটিই আমার হৃদয়ের সবচেয়ে কাছের। এটি কেবল একজন অভিনেতা হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসেবেও আমি কে, তা প্রতিনিধিত্ব করে।

তিনি এরপর লেখেন, উপাধি বা প্রশংসা অমূল্য, কিন্তু কখনও কখনও তা এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা আমাদের কাজ, আমাদের শিল্প এবং দর্শকদের সঙ্গে অভিনেতাদের নিঃশর্ত বন্ধন তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়। আমি বিশ্বাস করি, আমরা সকলেই ভালোবাসার ভাষা ভাগ করে নিই যা আমাদের সকল সীমা ছাড়িয়ে একে অপরের সঙ্গে যুক্ত রাখে। যদিও ভবিষ্যৎ আমাদের সকলের অজানা, কিন্তু আমি খুবই খুশি যে, আপনাদের অবিরাম সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের বিনোদনের জন্য আমার কঠোর পরিশ্রমও অব্যাহত থাকবে। সিনেমাই আমাদের ঐক্যবদ্ধ রাখে। আসুন আমরা একসঙ্গে এটি উদযাপন করি। ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে, নয়নতারা।

নয়নতারাকে সামনে ‘টেস্ট’ সিনেমায় দেখা যাবে। এটি নেটফ্লিক্সে প্রচারিত হবে। সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নয়নতারার আসন্ন সিনেমার মধ্যে আরও রয়েছে ‘মান্নাঙ্গত্তি সিন্স ১৯৬০’, ‘ডিয়ার স্টুডেন্টস’, ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’, ‘রাক্কাইর’, ‘মামুটি’ এবং ‘এমএমএমএন’।

মন্তব্য (০)





image

মুক্তিস মেকওভারের ব্রাইডাল ফটোশুটে মিস্টার ইউনিভার্স রিফাত

বিনোদন ডেস্কঃ মুক্তিস মেকওভার আয়োজন করে বিশেষ একটি ব্রাইডাল ফটোশুটের। এই...

image

এবাউট টাইম ইভেন্টস আয়োজন করবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

বিনোদন ডেস্কঃ এবাউট টাইম ইভেন্টস আইএনসি আগামী ২১ এপ্রিল ২০২৫ ইং আয়োজন কর...

image

প্রতারণার মামলায় মডেল মেঘনা গ্রেফতার

বিনোদন ডেস্কঃ সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফে...

image

বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয়, হাইকো...

বিনোদন ডেস্কঃ মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ প্রশ্নে রুল...

image

কারাগারে মডেল মেঘনা আলম,চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

নিউজ ডেস্ক: বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃ...

  • company_logo