• তথ্য ও প্রযুক্তি

স্মার্টফোন বারবার হ্যাং হলে যা করবেন

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।

তবে স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে বড় সমস্যা হ্যাং হওয়া। নানান কারণে ফোন হ্যাং হতে পারে। জরুরি প্রয়োজনের সময়ে ফোন কাজ করা বন্ধ করে দিলে, খুব সমস্যা। তবে সহজেই ফোন হ্যাং হওয়ার সমস্যা সমাধান করতে পারবেন। জেনে নিন উপায়-

>> প্রথমেই আপনার ফোনের স্টোরেজ খালি করুন। ক্যাশ ক্লিয়ার করুন। এতে খুব সহজেই ফোনের হ্যাং হওয়ার সমস্যা সমাধান করতে পারবেন।

>> অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে মুছে ফেলুন। অ্যান্ড্রয়েড ফোনের যে সব অ্যাপ কম ব্যবহার করেন বা ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দিন। মোবাইলের স্টোরেজ খালি থাকলে ফোন হ্যাং কম হবে।

>> একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। অনেক সময়ে কাজের প্রয়োজনে একটি অ্যাপ ব্যবহারের সময়ে পেছনেও একাধিক অ্যাপ খুলে রেখে দেন অনেকে। এই কাজ যত কম করা যায় ততই ভালো। অনেক সময় পরে সেই সব অ্যাপ বন্ধ করতেও ভুলে যান। তাতে ফোন বেশি হ্যাং করে।

>> ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসঙ্গে চলে। এর কারণেও ফোন অনেক সময়ে হ্যাং হয়ে যায়। তাই কাজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলোকে বন্ধ করতে ভুলবেন না। অ্যাপ বন্ধ করার পরে ট্যাবগুলো ক্লিয়ার করে দেবেন। এতে ফোন ভালো চলবে।

>> স্মার্টফোনের ফাইল ম্যানেজারের মেমরি থেকে কাজ হয়ে গেলে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলুন। অনেক সময় অনেক অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ফোনে থেকে যায়, আর সে সব জমেই ফোন হ্যাং করে।

 

>> ফোনে ম্যালওয়্যার থাকলেও হ্যাং হতে পারে। খেয়াল করুন ফোন হ্যাক হয়েছে কি না। হ্যাকার আপনার ফোনে কাজ করছে সেসময় আপনিও ব্যবহার করছেন। ফলে হ্যাং হতে পারে ফোন।

মন্তব্য (০)





image

বাংলাদেশে স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতি...

image

৩০০ বিপজ্জনক অ্যাপ সরিয়ে নিলো গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ড...

image

হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার ...

image

দীর্ঘদিন পর এসি চালালে কয়েকটি কাজ একেবারেই করা যাবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গরম প্রায় চলেই এসেছে। এখনই অনেকে এসি ব্যবহার শুরু ক...

image

এবার বড়সড় পরিবর্তন আসছে জি-মেইলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সব...

  • company_logo