• শিশু সংবাদ

আলমডাঙ্গায় রশি নিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • ২৪ জানুয়ারী, ২০২১ ১৫:১০:৩২

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় রশি নিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে হৃদয় সরকার নামের এক মিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওই শিশু মারা যায়। নিহত হৃদয় সরকার উপজেলার আইলহাস লক্ষীপুর গ্রামের রূপা সরকারের ছেলে এবং একটি বাইসাইকেল মেরামতের দোকানের কর্মচারী। রোববার দুপুরে নিহত হৃদয় সরকারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

হৃদয় সরকারের পরিবারের সদস্যরা জানান, হৃদয় সরকার (১২) গ্রামের একটি বাইসেকেল মেরামতের দোকানের কর্মচারী। শনিবার বিকেলে পাশের দোকানের দুই কর্মচারীর সাথে রশি নিয়ে খেলছিল। এসময় হৃদয়ের গলায় ফাঁস লেগে ছটফট করতে থাকলে অন্য দুজন ভয়ে সরে পড়ে। পরে পাশের লোকজন এসে হৃদয়কে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। ওই দিন রাত পৌনে ১২টার দিকে হৃদয় মারা যায় বলে জানান কর্তব্যরত ডা. মাহবুবুর রহমান।

নিহত হৃদয় সরকারের নানা সুনীল সরকার জানান, ‘একই বয়সের দুজনের সঙ্গে হৃদয় রশি নিয়ে ফাঁসি ফাঁসি খেলছিল। এসময় গলায় ফাঁস লেগে গেলে সে গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সে রাতে মারা যায়।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান বলেন, ‘শ্বাসনালিতে রশির অতিরিক্ত চাপে তার মৃত্যু হয়েছে। হৃদয়ের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, ‘খেলার সময় গলায় ফাঁস লাগে ওই শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। হৃদয়ের লাশ ময়নাতদন্ত হয়েছে।’

মন্তব্য ( ০)





  • company_logo