
ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ “কোভিড ১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধি ব্যাক্তিকে সম্পৃক্ত করি, নতুন ভাবে টেকশই বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিভিন্ন উন্নয়ন মুলক আলোচনার মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে ফরিদপুর গ্রাম উন্নয়ন সংস্থার (ভিডিও) এর অফিস কক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গ্রাম উন্নয়ন সংস্থার (ভিডিও) এর আয়োজনে এ প্রতিবন্ধী দিবস পালিত হয়।
এ সময় গ্রাম উন্নয়ন সংস্থার কার্যকারি সদস্য সুবর্ণা মজুমদার এর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো। অন্যদের মধ্যে জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ন সম্পাদক শংকর সাহা, গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক ইমরান হাসানসহ প্রতিবন্ধি ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আমরা করুনা চাই না, সহযোগিতা চাই। একজন প্রতিবন্ধী ও মানুষ। হয়ত সৃষ্টিকর্তার চাওয়াতেই মানুষ প্রতিবন্ধী হয়ে জীবন কাটায়। তবে এই প্রতিবন্ধীরা সহযোগিতা পেলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীগণ সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কাজের জন্য যে কোন ভূমিকা পালন করতে পারে। তাই আমাদের উপর সরকারের সদয় দৃষ্টি থাকলে অবশ্যই যে কোন কাজে সম্পৃক্ত হতে পারব।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বিশনি (৭৫) ন...
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্তে...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অসহায় শতাধিক রিক্সা ও ভ্...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় অবৈধ স্থাপন...
মন্তব্য ( ০)