• সমগ্র বাংলা

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা বানিজ্যের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ০৩ ডিসেম্বর, ২০২০ ১১:০০:৩৫

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে  ভারতের  ব্যবসা বানিজ্যর  সমস্যা সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভা বুধবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার এইচ ই মোহাম্মদ ইমরান। স্থল বন্দরে গার্ড অব অনার শেষে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে মিলিত হন। এ সময় ব্যবসায়ীরা রেলপথে পণ্য পরিবহন,ডিজিটাল মেশিন স্থাপন, যাত্রী পারাপার সহ বিভিন্ন  সমস্যা তুলে ধরেন।

উভয় দেশের সাথে  আলোচনা করে সমস্যা নিরসন করার পদক্ষেপ নেয়ায় কথা জানান তিনি। এ মতবিনিময় সভায় লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, স্থলবন্দরের উপপরিচালক মাহফুজুল ইসলাম ভুঁইয়া, ৬১বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোজাম্মেল হক, চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট শ্রী কপিল বাইন,  বুড়িমারী  আমদানি রপ্তানিকারক এসোশিয়েসনের সভাপতি রুহুল আমীন বাবুল সহ ব্যবসায়ীগন।                       

মন্তব্য ( ০)





  • company_logo