• সমগ্র বাংলা

গাইবান্ধায় পোনামাছ অবমুক্তকরণ

  • সমগ্র বাংলা
  • ২৫ জুলাই, ২০২০ ১৬:০৫:০৮

ছবিঃ সিএনআই

 

গাইবান্ধা প্রতিনিধিঃ “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধাতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন।

গতকাল শুক্রবার গাইবান্ধা জেলা মৎস্য দপ্তরের আয়োজনে সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর পুকুরে বিভিন্ন প্রজাতির ২শ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো: আবদুদ দাইয়ান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো: আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুণ কুমার চক্রবর্তী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, ইউপি চেয়ারম্যান মো: জাহেদুল ইসলাম ঝন্টু মিয়াসহ মৎস্য চাষি, মৎস্য জীবিগন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো: আবদুল মতিন বলেন, মৎস্য চাষের মাধ্যমে গাইবান্ধা জেলায় বেকারত্ব দুর করে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাই মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধ দেশ গড়ার বিকল্প নেই।

 

মন্তব্য ( ০)





  • company_logo