• অপরাধ ও দুর্নীতি

আনোয়ারায় জেলী মিশ্রিত চিংড়ি জব্দ, বিক্রেতাকে অর্থদন্ড

  • অপরাধ ও দুর্নীতি
  • ২৩ জুলাই, ২০২০ ১৬:৫৪:৩৫

ছবিঃ সিএনআই

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মৎস্য আড়তে মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান পরিচালনা করে জেলি মিশ্রিত এক মণ চিংড়ি মাছ জব্দ করা হয়। বৃহস্পতিবার উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মাছ জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে এ অভিযান চালিয়ে জেলী পুশ করা চিংড়ি মাছ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হকসহ অনন্যরা উপস্থিত ছিলেন।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, ‘চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রি করার দায়ে তিন বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাছগুলোও জব্দ করা হয়। অভিযানে তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য ( ০)





  • company_logo