• আন্তর্জাতিক

এবার বিমানযাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করছে চীন

  • আন্তর্জাতিক
  • ২১ জুলাই, ২০২০ ১৭:৩৬:২৫

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান যাত্রীরা তাদের ফ্লাইট বুক করার পর বিমানে আরোহনের আগে প্রমাণ করতে হবে যে, তাদের সাম্প্রতিক করোনাভাইরাস টেস্টের ফল নেগেটিভ এসেছে।

গতকাল সোমবার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না জানায়, ফ্লাইটের তারিখের অন্তত পাঁচ দিন আগে যাত্রীদের নিউক্লিক এসিড টেস্ট করতে হবে।

সংশ্লিষ্ট দেশের চীনা দূতাবাসের অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে এই টেস্ট করাতে হবে। যারা করোনাভাইরাস নেগেটিভ টেস্টের প্রমাণ দেখাতে পারবে না, তাদের বিমানে আরোহন করতে দেওয়া হবে না।

চীনে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল আবার শুরু হচ্ছে। তবে চলাচলের ওপর এখনো নানা ধরণের বিধিনিষেধ বহাল থাকছে করোনাভাইরাসের মহামারির সূচনা হয়েছিল চীন থেকে। কিন্তু চীনা কর্তৃপক্ষ এই মহামারিকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সূত্র : বিবিসি

মন্তব্য ( ০)





  • company_logo