• অর্থনীতি

টেকনাফ বন্দরের কার্যক্রম সীমিত চালু : ৮১১ মেট্রিক টন পেয়াঁজ ও আদা আমদানী

  • অর্থনীতি
  • ৩১ মার্চ, ২০২০ ১০:৪০:৫৩

কক্সবাজা প্রতিনিধি : করোনা ভাইরাস জনিত কারনে সাধারন ছুটির মাঝেও টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হয়েছে।  তবে পাশ্ববতী রাষ্ট্র মিয়ানমার থেকে নিত্য প্রয়োজনীয় পন্য আমদানী করতে সীমিত আকারে এই কার্যক্রম চালু রাখা হয় বলে জানিয়েছেন টেকনাফ স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা বিকাশ কান্তি বড়ুয়া। তিনি বলেন, নিত্য পন্য আমদানী করতে সরকারের পক্ষ থেকে সীমিত আকারে বানিজ্য চালু রাখা হয়েছে। যার ফলে এই দুই দিনে ৭৭৮ মেট্রিক টন পেয়াঁজ ও ৩৩ মেট্রিক টন আদা আমদানী হয়েছে। এ সব পন্য কার্যক্রম শেষে সরবরাহ করা হয়। শুল্ক ষ্টেশন সুত্রে জানাযায়, সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই বন্দর দিয়ে মিয়ানমার থেকে ২৪৫ দশমিক ২৯৭ মেট্রিক টন পেয়াঁজ আমদানী করা হয়েছে। এছাড়া গত রবিবারে ৫৩২ দশমিক ৬১১ মেট্রিক টন পেয়াঁজ ও ৩৩ মেট্রিক টন আদা আমদানী করা হয়।এসব পন্য বিশেষ ব্যবস্থায় অল্প সংখ্যক শ্রমিক দিয়ে খালাস ও দ্রুত সরবরাহ ব্যবস্থা করা হয়।
টেকনাফ  ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মো: জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘ সরকারের নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় পন্য আমদানী করতে সীমিত আকারে বন্দর চালু রাখা হয়। শুধু মাত্র পেয়াঁজ, রোশন, আদা ও হিমায়িত মাছ আমদানী করা হবে। গত দুই দিনে পেয়াঁজ ও আদা আমদানী হয়েছে তা দ্রুত খালাস ও সরবরাহ করা হয়েছে। এদিকে বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মাহামারী আকার ধারন করেছে। এই ভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এই করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সাধারণ ছুটিতে জনসাধারণকে ঘরে থাকার জন্য বলা হয়। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, কাশি শিষ্টাচার মেনে চলা এবং অযথা কোন কাজ না থাকলে ঘরের বাহিরে না যাওযার জন্য বলা হচেছ। গত কয়েক দিনে সাধারন ছুটিতে জনগনের মাঝে করোনা নিয়ে সচেতনতা দেখা দিয়েছে। জনগনের মাাাঝেঝ সচেতনতা বাড়াতে সেনা, নৌ ও আইন শৃংখলা বাহিনী মাঠে কাজ করছেন। যার ফলে সড়ক গুলো পাকা, বাজার সমূহে লোক সমাগমও কম লক্ষ্য করা গেছে। তবে কমহীন কিছু মানুষ মুখে মাক্স লাগিয়ে বাহিরে আসতে দেখা যায়।

মন্তব্য ( ০)





  • company_logo