• আন্তর্জাতিক

করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার!

  • আন্তর্জাতিক
  • ০৩ ফেব্রুয়ারী, ২০২০ ১০:১৮:৪৪

আন্তর্জাতিক ডেস্ক: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশে এই মারণ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে এই রোগের প্রকোপে মৃত্যু হয়েছে বহু মানুষের, এরই মধ্যে সুখবর দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক। তাদের দাবি, তারা তৈরি করে ফেলেছেন করোনাভাইরাসের ওষুধ। ওই চিকিৎসক দলের দাবি, এই ওষুধ প্রয়োগ করা হয়েছে অসুস্থ ব্যক্তিদের ওপর। আর তারপরেই মিলেছে সাফল্য। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা HIV-র এবং ফ্লু-র ওষুধ একটি নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে এই ওষুধ তৈরিতে সক্ষম হয়েছেন। যে চিকিৎসকেরা এই দাবি তুলেছেন, তারা ব্যাংককের রাজাভিথি হাসপাতালের চিকিৎসক। চিকিৎসকেরা জানিয়েছেন, এই ওষুধ প্রয়োগের পরেই মাত্র একদিনের মধ্যে সেরে যায় অসুখ। উল্লেখ্য, ফ্লুর চিকিৎসায় ব্যবহার করা হয় ওসেলটামিভির নামে একটি ওষুধ ও এইচআইভি-র চিকিৎসায় ব্যবহৃত ওষুধের নাম লোপিনাভির এবং রিটোনাভির। ব্যাংককের রাজাভিথি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন, এই ওষুধের প্রয়োগে রোগ সম্পূর্ণ সেরে যাচ্ছে, এমন নয়। তবে দ্রুত রোগীদের শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। আর এটাকে যথেষ্ট বড় সাফল্য হিসেবে দেখছেন তারা। ইতিমধ্যে ভারত-সহ মোট ১৮টি দেশে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে খবর৷ ওয়ার্ল্ড মিটার নামে একটি সংস্থা জানাচ্ছে ইতিমধ্যে সারা বিশ্বে কমপক্ষে ৩৬২ জনের মৃত্যু হয়েছে। সূত্র: কলকাদতা২৪x৭

মন্তব্য ( ০)





  • company_logo