ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের খারকিভ ও ডিনিপ্রো অঞ্চল এবং কৃষ্ণ সাগরের উপকূলবর্তী বন্দর নগরী ওডেসায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (৪ এপ্রিল) রাতভর চালানো হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে রাশিয়ার অন্তত ১৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় স্লোবোজানস্কে গ্রামে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। এছাড়া একটি খাদ্য কারখানায় হামলায় অন্তত ছয় কর্মী আহত হয়েছে।
দক্ষিণে ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় শহরে তিনজন আহত হয়েছে। এছাড়া একটি ভবনে আগুন ধরে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর এবং বাণিজ্যিক ভবন। ভবনের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে আরও চারজন।
শনিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্ব ডোনেস্ক অঞ্চলে রাশিয়ার একটি এসইউ-২৫ বোমারু বিমান ভূপাতিত করেছে ইউক্রেনের ১১০ তম যান্ত্রিক ব্রিগেড।
তার দাবি, ফ্রন্টলাইন যোদ্ধা ও বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে প্রতিদিন বিভিন্ন ধরনের আটটি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৭০টি বোমারু বিমান হামলা চালায় রুশ বাহিনী।
জেলেনস্কি আরও বলেন, শান্তি স্থাপনের কোনও ইচ্ছে মস্কোর নেই। জুন মাসে সুইজারল্যান্ডে একটি বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলন রাশিয়া ছাড়াই সফল হতে হবে বলেও জানিয়েছেন তিনি।
অর্থনীতি ডেস্ক: দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ...
অনলাইন ডেস্কঃ বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই স...
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়...
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায়...
মন্তব্য ( ০)