• আন্তর্জাতিক

করোনাভাইরাস: চীনে বিড়াল-কুকুর মেরে ফেলার হিড়িক

  • আন্তর্জাতিক
  • ০৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৩৯:৩২

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণী থেকে করোনাভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে এমন তথ্যের জন্য বিড়াল, কুকুর, কাকাতুয়ার মতো পোষা প্রাণীদের মেরে ফেলার হিড়িক চলছে চীনে। প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দেশটির হুবেইপ্রদেশে কেবল রোববারই মারা গেছে ৫৬ জন। অনেকেই সব মায়া ত্যাগ করে নিজের পোষা বিড়াল ও কুকুরকে বহুতল ভবন থেকে রাস্তায় ছুড়ে ফেলছেন। চীনের বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় বিড়াল ও কুকুর মরে পড়ে আছে এমন ছবি প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সানে রাস্তায় পড়ে থাকা মৃত পোষা প্রাণীর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাস্তায় মরে পড়ে থাকা একটি পোষা কুকুরের ছবি করোনাভাইরাসের আঁতুড়ঘর উহানের পার্শ্ববর্তী শহর তিয়ানজিনের। সেখানকার একটি আবাসিক এলাকার বাসিন্দা তাদের পোষ্যদের উঁচু ভবন থেকে ছুড়ে ফেলে দিচ্ছেন। আরো একটি ছবিতে দেখা গেছে, শহরের কোনো এক রাস্তায় একসঙ্গে পাঁচটি পোষা বিড়াল রক্তাক্ত অবস্থায় মরে পড়ে রয়েছে। ডেইলি মেইল জানায়, এ ঘটনাটি করোনাভাইরাসে বিপর্যস্ত চীনের আরেক বড় শহর সাংহাইয়ের। ভাইরাস আতঙ্কে পোষা প্রাণীদের মেরে ফেলার বিষয়ে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, পোষা প্রাণীদের থেকে মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হচ্ছে এমন খবরের সত্যতা নেই। বিষয়টি নিশ্চিত করতে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি নোট প্রচার করেছে। সেই নোটে তারা উল্লেখ করেছে, ‘কুকুর ও বিড়ালের মতো অন্যান্য পোষা প্রাণী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এমন কোনো প্রমাণ এখনও মেলেনি। তাই গুজবে কান না দিয়ে এসব পোষ্যকে না মারার আহ্বান জানাই।’

মন্তব্য ( ০)





  • company_logo